রোহিত শর্মার হাত ধরে টেস্ট চ্যাম্পিয়নশীপ ও বিশ্বকাপ জিততে পারবে ভারত! কি বললেন রবি শাস্ত্রী?

রবি শাস্ত্রী বললেন, ভারত যদি এই বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল এবং বিশ্বকাপ জিততে সক্ষম হয়, তাহলে সমালোচকরা মুখ থুবড়ে পড়বে।
কী বললেন রবি শাস্ত্রী?
কী বললেন রবি শাস্ত্রী?গ্রাফিক্স - সুমিত্রা নন্দন

২০১১ সালে ওডিআই বিশ্বকাপ জেতে ভারত। এরপর মহেন্দ্র সিং ধোনির হাত ধরেই ২০১৩ সালে ভারত জেতে চ্যাম্পিয়নস ট্রফি। সেই শেষ। দীর্ঘ প্রায় এক দশক ভারত কোনো মেজর আইসিসি ট্রফি জিততে পারেনি। যা নিয়ে বেশ সমালোচনাও জারি রয়েছে। ভারতের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বললেন, ভারত যদি এই বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল এবং বিশ্বকাপ জিততে সক্ষম হয়, তাহলে সমালোচকরা মুখ থুবড়ে পড়বে।

২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে ছিল ভারত। কিন্তু শ্রীলঙ্কার কাছে ফাইনালে হেরে যায়। এরপর ২০১৫ ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে সেমিফাইনালে হার মানতে হয় টিম ইন্ডিয়াকে। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেমিফাইনাল থেকে ছিটকে যেতে হয় বিরাটদের। সেবার ওয়েস্ট ইন্ডিজের কাছে সেমিফাইনালে হারে টিম ইন্ডিয়া। এরপর, ২০১৭ সালে পাকিস্তানের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও হার মানতে হয় পাকিস্তানের কাছে।

২০১৯ সালের ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের পর ২০১৯-২১ মরশুমের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালেও জায়গা করে নিয়েছিল ভারত। তবে সেখানেও নিউজিল্যান্ডের কাছে হেরে টেস্ট চ্যাম্পিয়নশীপের শিরোপা হাতছাড়া করেন বিরাট কোহলিরা। এরপর ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে হারায় ইংল্যান্ড। শিরোপা জয়ের দোরগোড়ায় গিয়েও অনেকগুলো মেজর টুর্নামেন্ট থেকে খালি হাতেই ফিরতে হয়েছে ভারতকে।

বর্তমান ভারতীয় দলের প্রতি আস্থা রেখেছেন রবি শাস্ত্রী। তিনি মনে করেন, রোহিত শর্মা এবং তার দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনাল এবং ওডিআই বিশ্বকাপ, উভয়ই জিততে সক্ষম। স্পোর্টস ইয়ারিতে শাস্ত্রী বলেন, "এই দল (ভারত) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ এবং বিশ্বকাপ উভয়ই জিততে পারে। অর আগর হুয়া তো ফির বলতি বন্দ (যদি তা হয়, সমালোচকরা মুখ থুবড়ে পড়বে)।"

টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। আর এবার ওডিআই বিশ্বকাপের আসর বসছে ভারতে। বিশ্বকাপের জন্য নিজেদের দল নিয়ে ইতিমধ্যেই ভাবনা চিন্তা করে ফেলেছেন কোচ রাহুল দ্রাবিড়। যদিও ভারতীয় দল বর্তমানে বেশ কয়েকটি চোট সমস্যায় ভুগছে। গাড়ি দুর্ঘটনার পর এখন আপাতত অনেকটাই সময় মাঠের বাইরে থাকবেন ঋষভ পান্ত। চোটের মধ্যে রয়েছেন শ্রেয়স আইয়ারও। পিঠের চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে তারকা পেসার জসপ্রীত বুমরাহও।

কী বললেন রবি শাস্ত্রী?
KKR: বড় ধাক্কা নাইট শিবিরে, শ্রেয়স, ফার্গুসনের পর চোটের কবলে নীতিশ রানাও

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in