FIFA World Cup 26: পরবর্তী বিশ্বকাপে অংশ নিতে পারে ভারতও! কী বললেন ফিফা প্রেসিডেন্ট?

ফিফা প্রেসসিডেন্ট বলেন, ‘আমি আশা করছি ২০২৬ ফুটবল বিশ্বকাপে ভারতকে দেখতে পাব। পরের বার ৩২ থেকে ৪৮ করা হয়েছে দেশের সংখ্যা। সুতরাং ভারতের কাছে ভালো সুযোগ রয়েছে পরবর্তী বিশ্বকাপে খেলার।
জিয়ান্নি ইনফান্তিনো
জিয়ান্নি ইনফান্তিনোছবি - উইকিপিডিয়া

২০২৬ ফিফা বিশ্বকাপে খেলবে ভারত! এমনটাই জানালেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেন, ভারতের কাছে অবশ্যই সুযোগ আছে পরের বিশ্বকাপ খেলার। কিন্তু এর সমীকরণ কী?

ইনস্টাগ্রামে প্রোফাইল কর্তাকে সরাসরি বিভিন্ন প্রশ্ন করা যায়। সেখানেই একজন ইনফান্তিনোকে প্রশ্ন করেন, ‘২০২৬ বিশ্বকাপে ভারত কি অংশ নিতে পারবে? ১৫০ কোটি মানুষ তাদের দেখতে চাই’।

জবাবে ফিফা প্রেসিডেন্ট বলেন, ‘আমি আশা করছি ২০২৬ ফুটবল বিশ্বকাপে ভারতকে দেখতে পাব। পরের বার ৩২ থেকে ৪৮ করা হয়েছে দেশের সংখ্যা। সুতরাং ভারতের কাছে ভালো সুযোগ রয়েছে পরবর্তী বিশ্বকাপে খেলার। কিন্তু আমি ভারতীয় ফুটবল সমর্থকদের এটা নিশ্চিত করে বলতে পারি যে, আমরা বিশাল পরিমাণে ইনভেস্ট করছি যাতে ভারতের ফুটবলের উন্নতি হয়। ভারত এত বড় দেশ। আরও উন্নত ফুটবল প্রতিযোগিতা দরকার। সেই লক্ষ্যেই আমরা এগোচ্ছি’।

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপ আমেরিকা, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়জন করবে। তিনটি দেশের মোট ১৬টি স্টেডিয়ামে খেলা হবে। বর্তমানে ভারতের ফিফা র‍্যাঙ্কিং ১০৬। এশিয়ার দেশগুলির মধ্যে ১৯ নম্বরে রয়েছে সুনীল ছেত্রীরা। আর এশিয়া থেকে নেওয়া হবে ৮টি দেশকে। তার মধ্যে ভারত যদি থাকতে পারে অবশ্যই বিশ্বকাপে সুযোগ পাবে।

ভারতের ফুটবল ভক্তরাও স্টেডিয়ামে সুনীল, প্রীতমদের জন্য গলা ফাটাবে। ভারতবাসীও রাত জাগবে। তবে আর্জেন্টিনা বা ব্রাজিলের জন্য নয়। ভারতবর্ষের জন্য জাগবে। দেশবাসী হয়তো এখন থেকেই স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন।

জিয়ান্নি ইনফান্তিনো
Argentina: বিশ্বজয়ের সম্মান, আর্জেন্টাইন মুদ্রায় এবার মেসির ছবি!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in