
বৈভব-আয়ুশ ম্যাজিকে সংযুক্ত আরব আমিরশাহীকে ১০ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শেষ চারে ভারত। ভারতের দুই তরুণ ওপেনারই এদিন হাফসেঞ্চুরি করলেন।
বুধবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয় ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সংযুক্ত আরব আমিরশাহী। ম্যাচের শুরুতেই ১৭ রানে ২ উইকেট হারায় সংযুক্ত আরব আমিরশাহী। রায়ান খান (৩৫) এবং অক্ষত রাই (৩৫) ছাড়া তেমন কেউ রান করতে পারেননি। ৪৪ ওভারে ১৩৭ রানে থামে আরব আমিরশাহীর ইনিংস। ভারতের হয়ে ৩টি উইকেট নেন বাংলার যুধজিৎ গুহ। ২টি করে উইকেট পান চেতন শর্মা এবং হার্দিক রাজ। ১টি করে উইকেট কার্তিকেয় ও আয়ূশ মাত্রে।
জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত খেললেন ভারতের দুই ওপেনার। ১৩ বছরের বৈভব ৪৬ বলে ৭৬ রানে অপরাজিত থাকেন এবং আয়ুশ মাত্রে ৫১ বলে ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। মাত্র ১৬.১ ওভারে ১৪৩ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারতীয় ক্রিকেটাররা।
প্রথম দুই ম্যাচে ছন্দে দেখা যায়নি বৈভবকে। তারপরই একাধিক সমালোচনা শুরু হয়েছিল নির্বাচকদের নিয়ে। কিন্তু তিনি যে বড় মঞ্চে জ্বলে উঠতে পারেন তা ফের একবার প্রমাণ করলেন।
অন্যদিকে গ্রুপ বি-র শীর্ষ স্থানে রয়েছে শ্রীলঙ্কা। দ্বিতীয় স্থানে বাংলাদেশ। জাপানকে পরাস্ত করলেই গ্রুপ এ-র শীর্ষস্থান দখল করবে পাকিস্তান। ভারতে দ্বিতীয় স্থানে নেমে যাবে। সেক্ষেত্রে সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে শ্রীলঙ্কার এবং বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিরুদ্ধে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন