Asian Games 2023: বিশ্ব চ্যাম্পিয়ন চীনকে হারিয়ে পদক নিশ্চিত দুই বঙ্গ তনয়ার!

People's Reporter: শনিবার মহিলাদের টেবিল টেনিসের ডবলসের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল চীন ও ভারত। চীনের জুটিকে ৩-১ গেমে হারিয়েছেন সুতীর্থা এবং ঐহিকা।
সুতীর্থা মুখার্জি ও ঐহিকা মুখার্জি
সুতীর্থা মুখার্জি ও ঐহিকা মুখার্জিছবি - ট্যুইটার

এশিয়ান গেমসের টেবিল টেনিসে ইতিহাস রচনা করললেন দুই বঙ্গ তনয়া ঐহিকা মুখার্জি ও সুতীর্থা মুখার্জি। বিশ্ব চ্যাম্পিয়ন চীনকে হারিয়ে পদক নিশ্চিত করলো ভারত।

শনিবার মহিলাদের টেবিল টেনিসের ডবলসের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল চীন ও ভারত। চীনের জুটিকে ৩-১ গেমে হারিয়েছেন সুতীর্থা এবং ঐহিকা। প্রথম থেকেই দাপট দেখাতে থাকেন বাংলার দুই কন্যা। প্রথম এবং দ্বিতীয় সেট জেতেন ১১-৫ ব্যবধানে। তৃতীয় সেটে চীন অবশ্য ফিরে আসে। ভারতীয় জুটি হারে ৫-১১ ব্যবধানে। কিন্তু চতুর্থ সেটে চীনের চেন মেং এবং ওয়াং ইডি জুটিতে ১১-৯ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন তাঁরা।

সেমিফাইনালে ওঠার সাথে সাথেই ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন তাঁরা। আগামী ২ অক্টোবর সেমিফাইনাল খেলবেন তাঁরা। সেমিফাইনালে জিতলে রুপোর পদক নিশ্চিত। হারলে পাবেন ব্রোঞ্জ পদক।

অন্যদিকে, পাকিস্তানকে স্কোয়াশে হারিয়ে সোনা জিতেছে ভারত। টানটান লড়াইয়ে সৌরভ ঘোষালরা পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়েছে। প্রথম গেমে পিছিয়ে গেলেও দ্বিতীয় গেমে ভারতকে সমতায় ফেরান সৌরভ। তৃতীয় গেমে ১ ঘন্টা ৫ মিনিট লড়াই করে ভারতের সোনা নিশ্চিত করেন অভয়।

আবার ১০,০০০ মিটার দৌড়ে রুপো জিতেছেন ভারতের কার্তিক কুমার এবং ব্রোঞ্জ জিতেছেন গুলভীর সিং। কার্তিক শেষ করেছেন ২৮ মিনিট ১৫ সেকেন্ড ৩৮ মিলিসেকেন্ডে। গুলভীর শেষ করেছেন ২৮ মিনিট ১৭ সেকেন্ড ২১ মিলিসেকেন্ডে।

এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ভারত জিতেছে ১০টি সোনা, ১৪টি রুপো এবং ১৪টি ব্রোঞ্জ। মোট ৩৮টি পদক জিতে ৪ নম্বর স্থানে রয়েছে ভারত। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে চিন, জাপান এবং দক্ষিণ কোরিয়া।

সুতীর্থা মুখার্জি ও ঐহিকা মুখার্জি
Asian Games 2023: মিক্সড ডাবলসে বাজিমাত বোপান্না-রুতুজা জুটির! তাইওয়ানকে হারিয়ে সোনা জয় ভারতের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in