যশস্বী জয়সওয়াল
যশস্বী জয়সওয়ালছবি - আইসিসির ফেসবুক পেজ

Border Gavaskar Trophy LIVE: যশস্বীর শতরান, মধ্যাহ্ন বিরতিতে ৩২১ রানে এগিয়ে ভারত

People's Reporter: প্রথম ইনিংসের ব্যর্থতা ঢাকছেন ভারতীয় ওপেনাররা। প্রথম ইনিংসে ভারতীয় দলের ১৫০ রানের জবাবে ১০৪ রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। ৪৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারতীয় দল।

মধ্যাহ্নভোজের বিরতিতে ৩২১ রানে এগিয়ে ভারত

মধ্যাহ্নভোজের বিরতির আগে পর্যন্ত ভারত ১ উইকেট হারিয়ে ২৭৫। যারমধ্যে যশস্বী ব্যাট করছেন ১৪৪ রানে এবং পাড়িক্কল ২৫ রানে। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩২১ রানে এগিয়ে ভারত।

৩০০ রানের লিড নিল ভারত

১৫০ রানের আরও কাছে যশস্বী জয়সওয়াল। ১৭ রানে অপরাজিত রয়েছেন দেবদত্ত পাড়িক্কাল। এই মুহূর্তে ভারতের ৩১৩ রানের লিড রয়েছে। ১ উইকেটের বিনিয়ে ভারতের রান ২৬৭।

১ উইকেটে ২২০, ভারত এগিয়ে ২৬৬ রানে

এই মুহূর্তে ব্যাট করছেন যশস্বী জয়সোয়াল (১১৫) এবং দেবদত্ত পাড়িক্কাল (৫)। ভারতীয় দলের স্কোর ১ উইকেটে ২২০। ভারত এগিয়ে রয়েছে

৭৭ রান করে ক্যাচ আউট রাহুল

৭৭ রান করে স্টার্কের বলে ক্যাচ আউট রাহুল। তৃতীয় দিন খেলার শুরুর কিছুক্ষণের মধ্যেই ভারতীয় শিবিরে ধাক্কা।

৬ মেরে শতরান পূর্ণ করলেন যশস্বী

টেস্ট ক্রিকেটে চতুর্থ শতরানের মালিক হলে যশস্বী। রবিবার তৃতীয় দিনের খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই ছয় মেরে নিজের শতরান পূর্ণ করেন ভারতীয় ব্যাটার।

২১৮ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করল ভারত 

১৭২ রানের পার্টনারশিপ করে অপরাজিত রয়েছেন যশস্বী-রাহুল। ৯০ রানে অপরাজিত আছেন যশস্বী এবং ৬২ রানে অপরাজিত থেকে আগামীকাল নামবেন রাহুল। ২১৮ রানের লিড রয়েছে ভারতীয় দলের কাছে।

চৌহান-গাভাসকরের ওপেনিং জুটির রেকর্ড ব্রেক রাহুল-যশস্বীর

১৯৮১ সালে চেতন চৌহান এবং সুনীল গাভাসকর জুটি অস্ট্রেলিয়ার মাটিতে ১৬৫ রানের পার্টনারশিপ গড়েছিলেন। আজ যশস্বী এবং রাহুল সেই রেকর্ড ভাঙলেন। তাঁরা অপরাজিত রয়েছেন ১৭১ রানে।

২০০-র বেশি রানে লিড ভারতের

২১৩ রানের লিড নিয়ে নিল ভারত। ১৬৭ রানে অপরাজিত রয়েছে যশস্বী-রাহুল জুটি। সেঞ্চুরির আরও কাছে যশস্বী।

২০০৩ সালে চোপড়া-সেহওয়াগ জুটির রেকর্ড ভাঙলেন রাহুল-যশস্বী

অস্ট্রেলিয়ার মাটিতে সফল ভারতীয় ওপেনিং জুটি হিসেবে ২০০৩ সালে ১৪১ রান করেছিলেন আকাশ চোপড়া ও বীরেন্দ্র সেহওয়াগ। শনিবার সেই রেকর্ড ভেঙে দিলেন রাহুল-যশস্বী। প্রতিবেদন লেখা পর্যন্ত এই জুটি অপরাজিত রয়েছেন ১৪৫ রানে। ভারতীয় জুটি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে ১৯১ রানের পার্টনারশিপ করেছিলেন গাভাসকর-শ্রীকান্ত জুটি (১৯৮৬ সালে)। এখন দেখার সেই রেকর্ড এই টেস্টে ভাঙে কিনা।

হাফসেঞ্চুরি কে এল রাহুলের

যশস্বীর পর হাফসেঞ্চুরি করলেন কে এল রাহুলও। পাশাপাশি পার্থ স্টেডিয়ামে ওপেনিং জুটি হিসেবে রেকর্ড গড়লেন রাহুল ও যশস্বী। ওপেনিং জুটি হিসেবে সর্বাধিক রান করলেন তাঁরা। ২০২৩ সালে উসমান খোয়াজা এবং ওয়ার্নার জুটি করেছিলেন ১২৬ রান। সেই রান টপকে গেলেন তাঁরা। বর্তমানে ১৩১ রানে অপরাজিত রয়েছেন যশস্বী-রাহুল। ৪৮ ওভার শেষে ভারতের রান ১৩১। লিড রয়েছে ১৭৭ রানের

হাফসেঞ্চুরি যশ্বস্বীর!

অর্ধশতরান করলেন যশস্বী জয়সওয়াল। স্কোরবোর্ডে ১০০ রান তুললো ভারত। লিড রয়েছে ১৪৬ রানের।

Border Gavaskar Trophy: দ্বিতীয় ইনিংসে ছন্দে ভারতের দুই ওপেনার

দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরির অনেক কাছে যশস্বী। ৪২ রানে অপরাজিত রয়েছেন তিনি। কে এল রাহুল ৩৪ রানে অপরাজিত। ২৬ ওভার শেষে ভারতের রান ৮৪। ১৩০ রানের লিড রয়েছে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in