
ম্যাককয়ের দাপটে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বেহাল দশা টিম ইন্ডিয়ার। রোহিতদের ব্যাটিং লাইন আপকে কার্যত একা হাতেই গুঁড়িয়ে দিয়েছেন ওবেদ ম্যাককয়। ৪ ওভারে মাত্র ১৭ রান খরচ করে এই ক্যারিবিয়ান বোলার তুলে নেন ৬ উইকেট। সেন্ট কিটসের ওয়ার্নার স্টেডিয়ামে ১৩৮ রানেই অল আউট হয়ে যান রোহিত শর্মারা। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেটে জয় অর্জন করে সিরিজে সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ।
সোমবার রাতে ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ইন্ডিয়াকে প্রথম ব্যাট করতে পাঠায়। ভারত অধিনায়ক রোহিত শর্মাকে (০) ম্যাচের প্রথম বলেই ফেরান ওবেদ ম্যাককয়। অপর ওপেনার সূর্যকুমার যাদব মাত্র ১১ রান করে সেই ম্যাককয়ের শিকার হয়ে ফিরে যান। তিন নম্বরে ব্যাট করতে নামা শ্রেয়স আইয়ারকে(১০)ফেরান আলজারি জোসেফ।
ঋষভ পান্ত(২৪), হার্দিক পান্ডিয়া(৩১) এবং রবীন্দ্র জাদেজার(২৭) ইনিংসে ভর করে সম্মানজনক জায়গার দিকে এগিয়ে গিয়েছিলো টিম ইন্ডিয়া। দলগত স্কোর ১১৫ রানের মাথায় জাদেজার ফিরে যাওয়ার পর আর কোনো ব্যাটার দাঁড়াতে পারেননি। ১৯.৪ ওভারে ১৩৮ রান দাঁড় করিয়ে অল আউট হয়ে যায় রোহিত বাহিনী।
জবাবে ব্যাট করতে নেমে ব্র্যান্ডন কিং-এর ৫২ বলে ৬৮ রানের বড় ইনিংসের সৌজন্যে সহজ জয় তুলে নেয় ক্যারিবিয়ানরা। ব্র্যান্ডন ছাড়াও গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ডেভন থমাস। ১৯ বলে ৩১* রানের ম্যাচ উইনিং ইনিংস আসে তাঁর ব্যাট থেকে। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে এদিন ভারতের ব্যাটিং লাইন আপকে একা হাতেই ধ্বংস করেন ওবেদ ম্যাককয়। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন