IND VS WI: সূর্যের তেজ দেখলো ক্যারিবিয়ানরা, টি-টোয়েন্টি সিরিজে লীড টিম ইন্ডিয়ার

তৃতীয় টি-টোয়েন্টিতে সূর্যের তেজ দেখলো ক্যারিবিয়ানরা। ওপেন করতে নেমে ৪৪ বলে ৭৬ রানের মারকাটারি এক ইনিংস খেলে ভারতকে সিরিজে লীড এনে দিলেন সূর্যকুমার যাদব।
সূর্যকুমার যাদব এবং শ্রেয়স আইয়ার
সূর্যকুমার যাদব এবং শ্রেয়স আইয়ার ছবি সৌজন্যে আইসিসি টুইটার হ্যান্ডেল
Published on

তৃতীয় টি-টোয়েন্টিতে সূর্যের তেজ দেখলো ক্যারিবিয়ানরা। ওপেন করতে নেমে ৪৪ বলে ৭৬ রানের মারকাটারি এক ইনিংস খেলে ভারতকে সিরিজে লীড এনে দিলেন সূর্যকুমার যাদব। মঙ্গলবার রাতে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক ওভার হাতে রেখেই ৭ উইকেটে বড় জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া।

বুধবার টসে জিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাট করতে পাঠান রোহিত শর্মা। প্রথম দফায় ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা দেন ক্যারিবিয়ান ব্যাটাররা। ভারতীয় বোলারদের বিরুদ্ধে এদিন ঝড়ো মেজাজে দেখা দিয়েছিলেন কাইল মেয়ার্স। ৮ টি বাউন্ডারি এবং ৪ টি ওভার বাউন্ডারির মাধ্যমে ৫০ বলে ৭৩ রান করেন তিনি। শেষের দিকে নিয়ন্ত্রিত বোলিং করে ওয়েস্ট ইন্ডিজের রানের ঘোড়াকে নাগালের মধ্যেই রাখেন ইন্ডিয়ার বোলাররা।

নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ। এই লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই অবশ্য বড় ধাক্কা খায় ভারত। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে কোমরের পেশীতে চোট পেয়ে বেরিয়ে যান অধিনায়ক রোহিত শর্মা(১১)। এরপর ব্যাট করতে নামেন শ্রেয়স। তাঁকে সঙ্গে করে ভারতকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান সূর্যকুমার। এই দুজনের জুটিতে ওঠে ৮৫ রান। নিজের স্টাইলেই ক্যারিবিয়ান বোলারদের শাসন করেন সূর্য।

ব্যক্তিগত ২৪ রানে শ্রেয়স আউট হওয়ার পরেও সূর্য তাঁর দাপট দেখিয়ে যাচ্ছিলেন। দলগত স্কোর ১৩৫ রানের মাথায় ডমিনিক ড্রেকসের বলে আলজারি জোসেফের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যাওয়ার আগে দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেন তিনি। সূর্যের ৪৪ বলে ৭৬ রানের ইনিংস সাজানো ছিলো ৮ টি বাউন্ডারি এবং ৪ টি ওভার বাউন্ডারির মাধ্যমে।

সূর্য ফিরে যাওয়ার অল্প সময় বাদেই হার্দিক পান্ডিয়া(৪) ফিরে যান। তবে এরপর আর পেছনে তাকাতে হয়নি। অপরাজিত ৩৩* রানের এক ঝকঝকে ইনিংস খেলে দলকে জয় এনে দেন ঋষভ পান্ত। ১০* রানে অপরাজিত থাকেন দীপক হুডাও।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in