IND VS WI: কুইন্স পার্ক ওভালে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু শিখর বাহিনীর

ব্যাট করতে নেমে দুর্দান্ত ইনিংস খেলেন ভারত অধিনায়ক শিখর ধাওয়ান। অল্পের জন্য শতরান হাতছাড়া করলেও ধাওয়ানের ৯৭ রানের সৌজন্যে বড় স্কোর দাঁড় করায় টিম ইন্ডিয়া।
টিম ইন্ডিয়া
টিম ইন্ডিয়াছবি সৌজন্যে আইসিসি ট্যুইটার হ্যান্ডেল

জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই সিরিজের অভিযান শুরু করলো টিম ইন্ডিয়া। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে তিন রানে হারিয়ে কষ্টার্জিত জয় এসেছে শিখর ধাওয়ানদের। ভারতের ৭ উইকেটে ৩০৮ রানের জবাবে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৫ রানেই থামতে হয়েছে ক্যারিবিয়ানদের।

শুক্রবার প্রথম ওডিআই ম্যাচে টসে জিতে ভারতকে প্রথম দফায় ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে নেমে দুর্দান্ত ইনিংস খেলেন ভারত অধিনায়ক শিখর ধাওয়ান। অল্পের জন্য শতরান হাতছাড়া করলেও ধাওয়ানের ৯৭ রানের সৌজন্যে বড় স্কোর দাঁড় করায় টিম ইন্ডিয়া। ধাওয়ানের সাথে ওপেন করতে নেমে শুবমন গিলও ৫৩ বলে ৬৪ রানের অনবদ্য ইনিংস খেলেন।

দুর্ভাগ্যজনক ভাবে রান আউট হয়ে গিল ফিরে যাওয়ার পর অর্ধশতরানের মজবুত ইনিংস আসে শ্রেয়স আইয়ারের(৫৪) ব্যাটে। এছাড়া দীপক হুডা(২৭), অক্ষর প্যাটেলের ছোটো ছোটো ইনিংসের হাত ধরে সব মিলিয়ে ৩০৮ রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া।

৩০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাই হোপের (৭) উইকেট হারিয়ে চাপে পড়া ওয়েস্ট ইন্ডিজকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যান কাইল মেয়ার্স এবং সামার ব্রুকস জুটি। দ্বিতীয় উইকেটে এই জুটি যোগ করেন ১১৭ রান। ব্রুকস ৪৬ রান করে ফিরে যান এবং ৭৫ রানের ইনিংস খেলেন মেয়ার্স। এই জুটি পরপর ফিরে যাওয়ার পর ব্র্যান্ডন কিং(৫৪), অধিনায়ক নিকোলাস পুরান(২৫), আকেল হোসেন(৩২), রোমারিও শেফার্ডরা(৩৯) দলকে জয় এনে দেওয়ার চেষ্টা করলেও তীরে এসে তরি ডুবে যায় ক্যারিবিয়ানদের। ৩ রানে প্রথম ওডিআই ম্যাচ জিতে নেয় শিখর বাহিনী।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in