IND VS SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে হোম সিরিজ থেকে বাদ পড়ছেন রোহিত-রাহুল!

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওডিআই ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে বুড়ো আঙুলে যে চোট পেয়েছিলেন রোহিত, তা পুরোপুরি ঠিক হয়নি। অন্যদিকে সিরিজের মাঝখানে বিয়ে করতে চলেছেন লোকেশ রাহুল।
শ্রীলঙ্কার বিরুদ্ধে হোম সিরিজ থেকে বাদ পড়ছেন রোহিত-রাহুল
শ্রীলঙ্কার বিরুদ্ধে হোম সিরিজ থেকে বাদ পড়ছেন রোহিত-রাহুলফাইল ছবি
Published on

৩ জানুয়ারি থেকে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত। এক সূত্র মারফত জানা গিয়েছে, ঘরের মাঠে এই সিরিজ মিস করতে পারেন অধিনায়ক রোহিত শর্মা এবং অফ ফর্মে থাকা লোকেশ রাহুল। সংবাদসংস্থা এএনআই বিসিসিআই সূত্রে জানতে পেরেছে, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওডিআই ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে বুড়ো আঙুলে যে চোট পেয়েছিলেন রোহিত, তা পুরোপুরি ঠিক হয়নি। অন্যদিকে সিরিজের মাঝখানে বিয়ে করতে চলেছেন লোকেশ রাহুল। যে কারণে এই দুই ক্রিকেটারকে শ্রীলঙ্কার বিরুদ্ধে সংক্ষিপ্ত ওভারের ফর্ম্যাটে নাও দেখা যেতে পারে বলে অনুমান করা হচ্ছে।

নতুন বছরের ৩ জানুয়ারি থেকে ৩ ম্যাচের টি-টোয়েন্টি এবং ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারত। সিরিজ চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। ২৭ ডিসেম্বর এই সিরিজের জন্য দল ঘোষণা করতে পারে বিসিসিআই। রোহিত অনুপস্থিত থাকলে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে হার্দিক পান্ডিয়াকে।

২০২২ সালটা ব্যাট হাতে একদমই ভালো কাটেনি রোহিত শর্মার। নামের পাশে 'হিটম্যান' ট্যাগের উজ্জ্বলতা বাড়ানোর মতো সেরকম কোনো ইনিংস খেলতে পারেননি রোহিত। এই বছর দুটি টেস্টে, রোহিত ৪৬ সেরা স্কোর সহ ৩০ গড়ে ৯০ রান করেছেন। আটটি ওডিআই ম্যাচে ৪১.৫০ গড়ে ভারত অধিনায়ক রান করেছেন ২৪৯। ২৯ টি টি-টোয়েন্টি ম্যাচে ২৪.২৯ গড়ে রান করেছেন ৬৫৬। সবমিলিয়ে ২০২২ সালে ৪০ টি ম্যাচে ২৭.৬৩ গড়ে রোহিতের ব্যাটে এসেছে ৯৯৫ রান। যেখানে রয়েছে মাত্র ছ'টি অর্ধশতরানের ইনিংস। ২০১২ সালের পর থেকে এই প্রথমবার এক ক্যালেন্ডার বর্ষে একটিও সেঞ্চুরি করতে পারেননি রোহিত।

রোহিতের মতো লোকেশ রাহুলেরও বছরটা ভালো যায়নি। চারটি টেস্টে ১৭.১২ গড়ে রান করেছেন ১৩৭। দশটি ওডিআই ম্যাচ খেলে ২৭.৮৮ গড়ে রান করেছেন মাত্র ২৫১। যেখানে রয়েছে দুটো অর্ধশতরান। সর্বোচ্চ ইনিংস ৭৩ রানের। টি-টোয়েন্টিতে মোটামুটি রান করলেও চেনা রাহুলকে দেখা যায়নি। এই বছর ১৬ টি কুড়ি ওভারের ম্যাচ খেলে ২৮.৯৩ গড়ে ৪৩৪ রান করেছেন রাহুল। সবমিলিয়ে এবছর ৩০ টি ম্যাচে ২৫.৬৮ গড়ে ৮২২ রান করেছেন তিনি।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in