IND vs SA: সেঞ্চুরিয়ানে বৃষ্টির ভ্রুকুটি, নির্ধারিত সময়ের আগে মধ্যাহ্নভোজ

কভার উঠলে পিচের চরিত্র নিয়ে বিশ্লেষণ করা হবে। ইতিমধ্যেই নির্ধারিত সময়ের আগে মধ্যাহ্ণভোজের বিরতি দেওয়া হয়েছে। বৃষ্টির ফলে ব্যাটারদের কাজ যে বেশ শক্ত হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।
সেঞ্চুরিয়ানে বৃষ্টি
সেঞ্চুরিয়ানে বৃষ্টিছবি বিসিসিআই ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

সেঞ্চুরিয়ানে বৃষ্টির ভ্রুকুটি। দ্বিতীয় দিনের সকাল থেকেই শুরু হয়েছিলো বৃষ্টি। যার ফলে নির্ধারিত সময়ে শুরু করা যায়নি খেলা। তবে আশার আলো দেখা যাচ্ছে। বৃষ্টি কমেছে। কভার উঠলে পিচের চরিত্র নিয়ে বিশ্লেষণ করা হবে। ইতিমধ্যেই নির্ধারিত সময়ের আগে মধ্যাহ্ণভোজের বিরতি দেওয়া হয়েছে। বৃষ্টির ফলে ব্যাটারদের কাজ যে বেশ শক্ত হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।

সেঞ্চুরিয়ানে সিরিজের প্রথম টেস্টে প্রথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মজবুত ভীত গড়েছে টিম ইন্ডিয়া। বক্সিং ডে'তে ভারতীয় ওপেনার লোকেশ রাহুলের ব্যাটে আসে দুরন্ত শতরান। ওয়াসিম জাফরের পর মাত্র দ্বিতীয় ভারতীয় ওপেনার হিসেবে দক্ষিণ আফ্রিকায় শতরান জোড়েন রাহুল। প্রথম দিনের শেষে রাহুল অপরাজিত ছিলেন ১২২* রানে। সেইসঙ্গে সমালোচিত আজিঙ্কে রাহানেও ফিরেছেন রানে। রাহানে অপরাজিত রয়েছেন ৪০* রানে। প্রথম দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ২৭২ রান সংগ্রহ করেছিলো বিরাট কোহলিরা।

দ্বিতীয় দিনের খেলা শুরুর আগেই বাধ সাজে বৃষ্টি। এই পরিস্থিতিতে ভারত তাদের রানের ঘোড়া কতদূর এগিয়ে নিয়ে যেতে পারবে তা সময়ই বলবে। প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিডি অবশ্য জানিয়েছেন, ভারতকে দ্বিতীয় দিনে যদি ৩৫০ রানের মধ্যেই আটকানো যায় তবে এই ম্যাচে দুর্দান্তভাবে প্রত্যাবর্তন করতে পারবো।

প্রথম দিনে ৩ উইকেট হারিয়ে ২৭২ রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি উইকেটই নেন লুঙ্গি এনগিডি। মায়াঙ্ক আগরওয়াল (৬০) ও চেতেশ্বর পূজারাকে (০) পরপর ফেরানোর পর বিরাট কোহলিও (৩৫) শিকার হন এনগিডির।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in