IND VS SA: টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই বড় ধাক্কা প্রোটিয়া শিবিরে, করোনা আক্রান্ত এইডেন মার্করাম

ভারতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জৈব সুরক্ষা বলয়ের কোনো কড়াকড়ি নেই। সে কারণেই কি এই সংক্রমণ! উঠছে প্রশ্ন।
এইডেন মার্করাম
এইডেন মার্করামছবি সংগৃহীত

ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই বড় ধাক্কা খেলো দক্ষিণ আফ্রিকা। করোনা আক্রান্ত হয়ে পড়েছেন প্রোটিয়াদের তারকা ব্যাটার এইডেন মার্করাম। ভারতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জৈব সুরক্ষা বলয়ের কোনো কড়াকড়ি নেই। সে কারণেই কি এই সংক্রমণ! উঠছে প্রশ্ন। মার্করামের পরিবর্তে আজ প্রোটিয়া দলে অভিষেক ঘটেছে ট্রিস্টন স্টাবসের।

ক্রিকেট সাউথ আফ্রিকা সোশ্যাল মিডিয়াতে প্লেয়িং ইলেভেন ঘোষণা করার সময় জানায়, মার্করাম মেডিক্যালি ফিট নন। প্রোটিয়া বোর্ডের তরফ থেকে করোনা আক্রান্ত হওয়ার খবর জানানো হয়নি। তবে টসের সময় প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা জানান করোনা আক্রান্ত হয়েছেন মার্করাম।

দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রতিবেদন লেখা পর্যন্ত, ব্যাট হাতে দুরন্ত প্রদর্শন করছে ভারত। এখনও পর্যন্ত ১৩ ওভারের শেষে ২ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলে ফেলেছে টিম ইন্ডিয়া। রুতুরাজ গায়কওয়াড় ২৩ রান করে ফিরে যাওয়ার পর বিধ্বংসী মেজাজে ব্যাট করে দলকে বড় রানের দিকে এগিয়ে দিয়েছেন ইশান কিষাণ (৭৬)। ইশান ফিরে যাওয়ার পর বাইশ গজে শ্রেয়স আইয়ারকে (২৮*) সঙ্গ দিতে নেমেছেন ঋষভ পান্ত।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in