IND Vs NZ: মুম্বই টেস্টে দলে ফিরছেন বিরাট, বাদ পড়বেন কোন ক্রিকেটার?

আগামী ৩ ডিসেম্বর থেকে মুম্বইয়ে শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচে ফিরছেন বিরাট কোহলি। অধিনায়কের দায়িত্ব থাকবে তার কাঁধেই।
বিরাট কোহলি
বিরাট কোহলিফাইল ছবি সংগৃহীত
Published on

আগামী ৩ ডিসেম্বর থেকে মুম্বইয়ে শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচে ফিরছেন বিরাট কোহলি। অধিনায়কের দায়িত্ব থাকবে তার কাঁধেই। এখন প্রশ্ন উঠেছে কোহলি দলের মধ্যে অন্তর্ভুক্ত হলে বাদ পড়বেন কে? ভারতের প্রাক্তন তারকা মদন লাল জানিয়ে দিয়েছেন, কোহলি এলে কোন ক্রিকেটার মুম্বই টেস্টে বাদ পড়বেন।

কানপুরে প্রথম টেস্টে মরিয়া প্রয়াস করেও জয় আসেনি ভারত শিবিরে। জয়ের দোরগোড়ায় থাকা ভারতকে বুড়ো আঙুল দেখিয়েছেন রাচীন রবীন্দ্র। প্রথম টেস্টে ভারতের প্রদর্শনের দিকে তাকালে দেখা যায়, ব্যাট হাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন আজিঙ্কে রাহানে এবং চেতেশ্বর পূজারা। প্রথম টেস্টের অধিনায়ক রাহানে প্রথম ইনিংসে ৩৫ রান করলেও দ্বিতীয় ইনিংসে করেন মাত্র ৪ রান। অপরদিকে চেতেশ্বর পূজারা প্রথম ইনিংসে করেন ২৬ রান এবং দ্বিতীয় ইনিংসে ২২ রান। ব্যাট হাতে দলের দুই প্রধান ক্রিকেটার সম্পূর্ণ নিরাশ করেছেন।

কানপুরে ভারতের জার্সিতে অভিষেক টেস্টেই নজর কেড়েছেন শ্রেয়স আইয়ার। প্রথম ইনিংসে শতরানের পর দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান এসেছে তাঁর ব্যাটে। ম্যাচের সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন তিনি। তাই মুম্বই টেস্টে শ্রেয়স যে দলে থাকছেন তা একপ্রকার ধরেই নিয়েছেন মদন লাল। বাদ পড়তে পারেন রাহানে বা চেতেশ্বর পূজারার মধ্যে কোনো একজন। মদন লালের মতে রাহানেই বাদ পড়তে চলেছেন।

ব্যাট হাতে রানের খরা কিছুতেই পিছু ছাড়ছে না রাহানেকে। মদন লাল বলেন, চেতেশ্বর "পূজারা বড় সেঞ্চুরি না করলেও উইকেটে থেকেছে। কিন্তু রাহানের ক্ষেত্রে এমনটা বলা যাবেনা।"

মুম্বই টেস্টে ভারত জয়ের জন্য ঝাঁপাবে। বিরাট ফেরার সাথে সাথে দলেও সাম্ভাব্য কিছু পরিবর্তন আসবে বলে অনুমান করা হচ্ছে। প্রথম টেস্ট ড্র করায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বড় ধাক্কা খেয়েছে ভারত। বাংলাদেশের হাত ধরে পাকিস্তান পৌঁছে গেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় স্থানে। শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in