
রোহিত শর্মা থেকে বিরাট কোহলি, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ফের ব্যর্থ হলেন ভারতের তারকা ব্যাটাররা। তৃতীয় দিনে ৮ উইকেট হারিয়ে চাপে ভারত। এখন ভরসা কেবল রবীন্দ্র জাদেজা।
ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টও হারতে চলেছে রোহিত অ্যান্ড কোম্পানি। স্কোরলাইন অন্তত সেটাই বলছে। প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ২১৮ রান করেছে ভারত। ৩১ রানে অপরাজিত আছেন জাদেজা।
নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৫৫ রানে। এই ইনিংসে ৪ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর, ৩ উইকেট নেন রবীন্দ্র জাদেজা, ২টি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন।
জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই ৮ উইকেটে ফেরেন রোহিত শর্মা। যশস্বী এবং শুবমন গিলের মধ্যে একটি পার্টনারশিপ তৈরি হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। ২৩ রানে আউট হন শুবমন। ৭৭ রানে ফেরেন যশস্বী। অনেকেই ভেবেছিলেন কোহলির ব্যাট থেকে বড় ইনিংস দেখা যাবে। কিন্তু সেটাও হল না। তিনি ফিরলেন ১৭ রানে। রান আউট হয়ে ০ রানেই ফিরতে হয় ঋষভকে। গ্লেন ফিলিপসের বলে আউট হয়ে ২১ রানে ফেরেন। সরফরাজকে ফিরতে হয় ৯ রানে। অশ্বিন করেন ১৮ রান।
ওয়াশিংটন ছাড়া সমস্ত উইকেট নেন মিচেল স্যান্টনার। ঋষভের রান আউটের পিছনে রয়েছে স্যান্টনারের দুরন্ত থ্রো। ভারত এই টেস্ট জিতবে কিনা তা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। কারণ অশ্বিন এবং জাদেজার পর ভারতের ব্যাটার তেমন কেউ নেই। বর্তমানে অ্যাডভান্টেজে রয়েছে কিউইরাই।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন