

দ্বিতীয় দিনে লাঞ্চের আগে ৬ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চাপে ছিল ভারত। আর লাঞ্চের পর সবক’টি উইকেট হারিয়ে ১৫৬ রানে শেষ করেছে প্রথম ইনিংস। ৭টি উইকেট নেন কিউই স্পিনার মিচেল স্যান্টনার।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম ইনিংস খুব একটা ভালো শুরু হয়নি। গতকাল ৯ বল খেলে ০ রানে আউট হন রোহিত শর্মা। প্রথম দিনের শেষে ভারতের রান ছিল ১ উইকেটের বিনিময়ে ১৬ রান। আর আজ দিনের শুরু থেকে শুবমন গিল এবং যশস্বী জয়সওয়ালের মধ্যে পার্টনারশিপ গড়ে উঠলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। ৭২ বলে ৩০ রানে ফেরেন শুবমন। ব্যাট করতে নামে কোহলি। ৯ বল খেলে ১ রান করে নিজের উইকেট হারান তারকা ব্যাটার।
৬০ বল খেলে ৩০ রান করে ফিরতে হয় যশস্বীকে। বেশি আক্রমণাত্মক হতে গিয়ে ১৯ বলে ১৮ রানে আউট হন ঋষভ। গত টেস্টে ১৫০ করা সরফরাজও এদিন ব্যর্থ হন। ২৪ বল খেলে তিনি করেন ১১ রান। ৫ বলে ৪ রান করে ফিরতে হয় অশ্বিনকে। লাঞ্চের আগে ভারতের স্কোর ছিল ৭ উইকেটের বিনিময়ে ১০৭ রান।
লাঞ্চের পর রবীন্দ্র জাদেজা (৩৭), আকাশ দীপ (৬) এবং জসপ্রীত বুমরাহ (০) আউট হলেন। আক্রমণাত্মক খেলা শুরু করলেও বিপরীত দিকে একের পর এক উইকেট পড়ে যাওয়াতে ১৮ রানে অপরাজিত থেকেই থামতে হল ওয়াশিংটন সুন্দরকে।
কিউই স্পিনারদের দাপটে ভারতের ব্যাটিং লাইন আপ ভেঙে পড়ে। মিচেল স্যান্টনার নিয়েছেন ৭ উইকেট, গ্লেন ফিলিপ্স পেয়েছেন ২টি উইকেট এবং টিম সাউদি গতকাল একটি উইকেট নিয়েছিলেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন