

তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে চালকের আসনে ভারত। ৮৪ রানে ৪ উইকেট হারানোর পর ঋষভ পন্থ এবং শুবমন গিলের মধ্যে ৯৬ রানের পার্টনারশিপ হয়। লাঞ্চের আগে ভারতের স্কোর ১৯৫ রানে ৫ উইকেট।
রোহিত-বিরাটদের ব্যর্থতার পর বড় পার্টনারশিপের দিকে এগোয় শুবমন এবং ঋষভ জুটি। শনিবার সকাল থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন পন্থ। ইশ সোদির বলে এলবিডব্লিউ হয়ে ফিরতে হয় তাঁকে। ৫৯ বলে ৬০ রান করেন তিনি। ৮ টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারি মারেন ঋষভ। মাত্র ৩৬ বলে ৫০ করেন তিনি।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ব্যাটার হিসেবে দ্রুততম হাফসেঞ্চুরি করলেন ঋষভ। এর আগে ৪১ বলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে (পুণে টেস্ট) হাফসেঞ্চুরি করেছিলেন যশস্বী জয়সওয়াল।
অন্যদিকে, হাফসেঞ্চুরি করেছেন শুবমন গিলও। লাঞ্চের আগে তিনি ৭০ রানে অপরাজিত আছেন এবং রবীন্দ্র জাদেজা অপরাজিত আছেন ১০ রানে।
লাঞ্চের আগে ভারতের স্কোর ৫ উইকেটের বিনিময়ে ১৯৫ রান। ৪০ রানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। ঋষভের উইকেট পেয়ে ফের খেলায় ফিরেছে নিউজিল্যান্ড। এখনও পর্যন্ত ম্যাট হেনরি নিয়েছেন ১টী উইকেট, ইশ সোদি ১টি এবং এজাজ প্যাটেল পেয়েছেন ২টি উইকেট।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন