

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতীয় দল থেকে বাদ পড়লেন ৩ তারকা। কে এল রাহুলের পরিবর্তে এলেন শুবমন গিল। এছাড়া বাদ পড়েছেন মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।
প্রথম টেস্ট হারের পর সিরিজ জিততে মরিয়া ভারত। বৃহস্পতিবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। তবে ভারতীয় দলের প্রথম একাদশে ৩টি পরিবর্তন করা হয়েছে। কে এল রাহুলের বদলে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে শুবমন গিলকে।
মহম্মদ সিরাজের পরিবর্তে আনা হয়েছে আকাশ দীপকে এবং কুলদীপ যাদবের বদলে নেওয়া হয়েছে ওয়াশিংটন সুন্দরকে। ব্যাটিং-এ গভীরতা আনার জন্য ওয়ানশিংটনকে নেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে।
প্রথম টেস্টে কে এল রাহুলকে রাখা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। রাহুলও কার্যত ব্যর্থ হয় দুই ইনিংসে। প্রথম ইনিংসে ফেরেন ০ রানে এবং দ্বিতীয় ইনিংসে আউট হন ১২ রানে।
প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভারে নিউজিল্যান্ডে রান ২ উইকেটের বিনিময়ে ১০৬। ১৫ রানে ফিরেছেন টম ল্যাথাম। উইল ইয়ং করেছেন ১৮ রান। দুজনেরই উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ৫৯ রানে অপরাজিত রয়েছেন ডেভিড কনওয়ে। রাচিন রবীন্দ্র ৮ রানে অপরাজিত।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন