IND VS IRE: ভারতের ২২৫-এর জবাবে আয়ারল্যান্ডের ২২১! ভারতীয় বোলারদের হতশ্রী প্রদর্শনে হতাশ সমর্থকরা
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আয়ারল্যান্ডকে ৪ রানে হারিয়ে ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। তবে জয় এলেও ভারতীয় বোলারদের প্রদর্শনে মোটেও খুশি হচ্ছে না সমর্থকরা। টিম ইন্ডিয়ার করা ২২৫ রানের জবাবে ভারতের থেকে অনেকটাই পিছিয়ে থাকা দেশ আয়ারল্যান্ড তুলে ফেলেছে ২২১ রান। অল্পের জন্য জয় তুলে নিতে ব্যর্থ হয়েছে আইরিশরা। স্কোরকার্ড দেখে বোঝাই যায় ভারতীয় বোলারদের হতশ্রী প্রদর্শন।
মঙ্গলবার রাতে সঞ্জু স্যামসনের ৭৭ রান এবং দীপক হুডার দুরন্ত শতরানের সৌজন্যে স্কোর বোর্ডে ২২৫ রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া। তবে এই দুই ব্যাটার ছাড়া অন্য কোনো ভারতীয় ব্যাটার ছাপ ফেলতে পারেননি। ইশান কিষাণ(৩), সূর্যকুমার যাদবরা(১৫) দ্রুত আউট হয়ে ফিরে যান। দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, হার্শাল প্যাটেলরা রানের খাতাই খুলতে পারেননি।
সঞ্জু এবং হুডার মারকাটারি ইনিংসের সৌজন্যে আইরিশদের সামনে পাহাড় প্রমাণ লক্ষ্য রাখে টিম ইন্ডিয়া। তবে এই কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে আয়ারল্যান্ড ব্যাট হাতে যা করেছে তা প্রশংসার যোগ্য। শুরুতেই ঝড়ো ইনিংস শুরু করেন পল স্টার্লিং। মাত্র ১৮ বলে ৪০ রান করেন তিনি। এরপর একে একে হ্যারি টেকটর(৩৯), অ্যান্ড্রু বিলবার্নে(৬০), জর্জ ডকরেল(৩৪*), মার্ক এডিয়েররা(২৩*) একপ্রকার অসাধ্য সাধনের দিকে এগিয়ে গিয়েছিলেন। তবে ২২১ রানের বেশি সংগ্রহ করতে পারলেন না তাঁরা।
ভারতীয় বোলারদের হতশ্রী প্রদর্শন স্পষ্ট ধরা দিলো এই ম্যাচে। চার ওভার বল করে ভুবনেশ্বর কুমার দিলেন ৪৬ রান। চার ওভারে ৫৪ রান দিলেন হার্শাল প্যাটেল। রবি বিষ্ণোই চার ওভারে দিলেন ৪১ রান এবং উমরান মালিক ৪ ওভারে খরচ করলেন ৪২ রান।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন