IND vs ENG Test: চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেলেন ব্রড, অনিশ্চিত অ্যান্ডারসনও

ইংল্যান্ডের পাশাপাশি চোট ভারত শিবিরেও। হ্যামস্ট্রিংএর চোটের কারণে বৃহস্পতিবার ভারতের হয়ে লর্ডসে নামছেন না শার্দুল ঠাকুর। শার্দুলের পরিবর্তে কোন ক্রিকেটার খেলবেন তা স্পষ্ট করা হবে আগামীকাল সকালে।
স্টুয়ার্ট ব্রড এবং অ্যান্ডারসন
স্টুয়ার্ট ব্রড এবং অ্যান্ডারসনছবি সংগৃহীত
Published on

চোটের কারণে ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ব্রিটিশ পেসার স্টুয়ার্ট ব্রড। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে ডান পায়ের শিন বোনের গুরুতর চোটের কারণে এই সিরিজে আর খেলতে পারবেন না ব্রড। মঙ্গলবার লর্ডস টেস্টের আগে অনুশীলন করতে গিয়েই পা পিছলে পড়ে যান ব্রিটিশ পেসার। তারপর থেকেই ডান পা ফেলতে পারছেন না তিনি। তাই দ্বিতীয় টেস্টে ব্রিটিশ শিবির বেশ বড় ধাক্কাই খেলো। ব্রডের পরিবর্তে এখন ব্রিটিশ দলে কভার হিসেবে নেওয়া হয়েছে সাকিব মাহমুদকে।

লর্ডস টেস্টের আগে ইনজুরির কারণে ব্রিটিশ শিবির বড় ধাক্কা খেয়েছে। ব্রডকে তো সম্পূর্ণ সিরিজ থেকে হারাতে হচ্ছেই। পাশাপাশি, ফিটনেস সমস্যায় ভুগছেন দলের পেস বিভাগের প্রধান অস্ত্র জিমি অ্যান্ডারসন। দ্বিতীয় ম্যাচে বল হাতে দেখা যেতে পারে মার্ক উডকে। মঈন আলিও আগামীকালের স্কোয়াডে থাকতে পারেন।

কভার হিসেবে ব্রিটিশ দলে নেওয়া হয়েছে পাক বংশোদ্ভূত ল্যাঙ্কশায়ারের পেসার সাকিব মাহমুদকে। লর্ডসে জিমি অ্যান্ডারসন না খেললে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটতে পারে সাকিবের। ল্যাঙ্কশায়ারের এই বোলার ২২ টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলে ২৬.৩০ গড়ে নিয়েছেন ৬৫ টি উইকেট। পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে ১৩.৬৬ গড়ে ৯ টি উইকেট নিয়ে চমখ দেখিয়েছিলেন এই ক্রিকেটার।

ইংল্যান্ডের পাশাপাশি চোট ভারত শিবিরেও। হ্যামস্ট্রিংএর চোটের কারণে বৃহস্পতিবার ভারতের হয়ে লর্ডসে নামছেন না শার্দুল ঠাকুর। শার্দুলের পরিবর্তে কোন ক্রিকেটার খেলবেন তা স্পষ্ট করা হবে আগামীকাল সকালে। রবিচন্দ্রন অশ্বিন কিংবা ইশান্ত শর্মার মধ্যে একজনের সুযোগ হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in