

লীডসে ফের ঝলসে উঠলো জো রুটের ব্যাট। হেডিংলি টেস্টে চলতি সিরিজে শতরানের হ্যাটট্রিক পূর্ণ করলেন ব্রিটিশ অধিনায়ক। নটিংহ্যাম টেস্টের দ্বিতীয় ইনিংসে রুটের ব্যাটে এসেছিলো ১০৯ রান। লর্ডসে দ্বিতীয় টেস্টে ব্রিটিশরা হারলেও প্রথম ইনিংসে অপরাজিত ১৮০* রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন রুট। এবার লীডসেও অধিনায়কোচিত ইনিংস রুটের ব্যাটে। মাত্র ১২৪ বলে কেরিয়ারের ২৩ তম টেস্ট শতরান পূর্ণ করে ইংল্যান্ডকে রানের পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছেন তিনি।
১২১ রান করে আউট হয়েছেন রুট। বুমরার বলে আউট হয়েছেন তিনি। এখনও পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৪০০ রান সংগ্রহ করেছে ব্রিটিশরা।
গতকাল অ্যান্ডারসন, স্যাম কুরেন, ওলি রবিনসনদের আগুন ঝরানো বোলিংএর সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিলো ভারতের ইনিংস। মাত্র ৭৮ রানেই প্রথম ইনিংস শেষ হয় বিরাটদের। রোহিত শর্মা(১৯) এবং আজিঙ্কে রাহানে (১৮) ছাড়া ভারতের হয়ে কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের স্কোরই খাড়া করতে পারেনি। জবাবে ব্যাট করতে নেমে গতকালই ভারতকে লীড দেয় ব্রিটিশরা।
আজ টেস্টের দ্বিতীয় দিনে ১৩৫ রানের পার্টনারশিপ গড়ে ফিরে যান ইংল্যান্ড ওপেনার রোরি বার্নস। বার্নসের ব্যাটে আসে অনবদ্য ৬১ রান। অপর ওপেনার হাসিব হামিদ করেন ৬৮ রান। তিন নম্বরে ব্যাট করতে নেমে ডেভিড মালান খেলেন ৭০ রানের অনবদ্য ইনিংস। এরপর জনি বেয়ারিস্টোকে সঙ্গে নিয়ে শতরান হাঁকালেন অধিনায়ক রুট।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন