অক্ষরের চার উইকেট, ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ ২০৫ রানেই

তবে ব্যাট হাতে শুরুতেই ধাক্কা এসেছে ভারত শিবিরেও। শুবমন গিল রানের খাতা না খুলেই প্যাভিলিয়নের রাস্তা দেখেছেন। প্রথম দিনের শেষে ভারত এক উইকেটের বিনিময়ে ২৪ রান সংগ্রহ করেছে।
অক্ষরের চার উইকেট, ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ ২০৫ রানেই
বিসিসিআই-এর ট্যুইটার হ্যান্ডলের সৌজন্যে

আমেদাবাদে সিরিজের শেষ টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়েছে ২০৫ রানেই। ভারতের হয়ে বল হাতে আবার ম্যাজিক দেখালেন অক্ষর প্যাটেল। তিনি তুলে নিলেন ৪ টি উইকেট। ৩ টি উইকেট তুলে নিলেন রবিচন্দ্রন অশ্বিনও। ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে ব্রিটিশ ব্যাটসম্যানরা তাসের ঘরের মতো ভেঙে পড়লো। স্টোকস(৫৫), লরেন্স(৪৬) ছাড়া ইংল্যান্ডের কোনো ক্রিকেটার বড় ইনিংস খেলতেই পারেনি। তবে ব্যাট হাতে শুরুতেই ধাক্কা এসেছে ভারত শিবিরেও। শুবমন গিল রানের খাতা না খুলেই প্যাভিলিয়নের রাস্তা দেখেছেন। প্রথম দিনের শেষে ভারত এক উইকেটের বিনিময়ে ২৪ রান সংগ্রহ করেছে।

এদিন শুরুতেই দুই ব্রিটিশ ওপেনার জ্যাক ক্রলি (৯) এবং ডমিনিক সিবলে(২)অক্ষর প্যাটেলের শিকার হয়ে ফিরে যান। ইংল্যান্ড অধিনায়ক জো রুট মাত্র ৫ রান করেই ফিরে যান।

তিন উইকেট হারানোর পর বেয়ারিস্টো এবং স্টোকস জুটি দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে বেয়ারিস্টোকে ২৮ রানেই থামান সিরাজ। স্টোকস(৫৫) পূর্ণ করেন তাঁর অর্ধশতরান।

ওলি পোপ (২৯) এবং ড্যানিয়েল লরেন্স(৪৬) মিডিল অর্ডারে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ব্রিটিশ টেল এন্ডাররা সকলেই ব্যর্থ হন। ফোকস(১), ডম বেস(৩),জ্যাক লিচ (৭)এবং জেমস আন্ডারসনের(১০*) কেউই ইংল্যান্ডের রানের ঘোড়া এগিয়ে নিয়ে যেতে পারেনি।

জবাবে ব্যাট করতে নেমে ভারত শুরুতেই শুবমন গিলকে হারায়। শুবমন গিল শূন্য রানেই জেমস আন্ডারসনের শিকার হন। বাইশ গজে অপরাজিত রয়েছেন রোহিত শর্মা (৮*),চেতেশ্বর পূজারা (১৫*)।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in