IND VS ENG: অনবদ্য পান্ত, ব্যাটে-বলে দুর্দান্ত হার্দিক! ইংল্যান্ডকে হারিয়ে ODI সিরিজ জয় ভারতের

ম্যানচেস্টারে অপরাজিত ১২৫* রানের নিপুণ ইনিংস উপহার দিলেন ঋষভ। পাশাপাশি বল হাতে চার উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৭১ রানের অসাধারণ ইনিংস খেললেন পান্ডিয়া।
ঋষভ পান্ত
ঋষভ পান্তছবি সৌজন্যে ICC টুইটার হ্যান্ডেল
Published on

অনবদ্য ঋষভ পান্ত। ব্যাটে-বলে দুর্দান্ত হার্দিক পান্ডিয়া। ম্যানচেস্টারে অপরাজিত ১২৫* রানের নিপুণ ইনিংস উপহার দিলেন ঋষভ। পাশাপাশি বল হাতে চার উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৭১ রানের অসাধারণ ইনিংস খেললেন পান্ডিয়া। হার্দিক-পান্ত জুটির সৌজন্যে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজও জয় করলো টিম ইন্ডিয়া।

টসে জিতে রবিবাসরীয় সিরিজ নির্ধারক ম্যাচে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠান রোহিত শর্মা। এদিন দলে ছিলেন না জসপ্রীত বুমরাহ। তবে তাঁর অভাব বুঝতে দিলেন না হার্দিক পান্ডিয়া। দুর্দান্ত স্পেলে ব্রিটিশদের নাস্তানাবুদ করে তোলেন তিনি। পান্ডিয়া নেন ৪ উইকেট এবং যুজবেন্দ্র চাহালের ঝুলিতে আসে তিন উইকেট।

ভারতীয় বোলারদের দাপটে নির্ধারিত ৫০ ওভারই খেলতে পারেনি ব্রিটিশরা। ৪৬ তম ওভারেই ২৫৯ রানেই অল আউট হয়ে যান বাটলাররা। ইংল্যান্ডের হয়ে এই ম্যাচে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন জস বাটলার। এছাড়া জেশন রয়(৪১), বেন স্টোকস(২৭), মঈন আলি(৩৪), লেইম লিভিংস্টোন(২৭), ক্রেগ ওভার্টনেরা(৩২) ছোটো ছোটো ইনিংস খেলেন।

ইংল্যান্ডের দেওয়া ২৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩৮ রানে তিন উইকেট হারিয়ে বেশ চাপের মুখে পড়তে হয় ইন্ডিয়াকে। শিখর ধাওয়ান ফিরে যান ১ রান করে। অধিনায়ক রোহিত ফেরেন ব্যক্তিগত ১৭ রানে এবং বিশেষজ্ঞ মহলে সমালোচিত বিরাট এদিনও ব্যর্থ হয়ে ফেরেন মাত্র ১৭ রানে। তিনটি উইকেটই নেন রেসে টপলি।

প্রাথমিক ধাক্কা কাটিয়ে এদিন ভারতকে ভরসা জোগাতে থাকেন হার্দিক পান্ডিয়া এবং ঋষভ পান্ত। বল হাতে চারটি উইকেট নেওয়ার পর এদিন ব্যাট হাতেও ৫৫ বলে ৭১ রানের মহামূল্যবান ইনিংস খেলেছেন হার্দিক। দলগত স্কোর ২৩৫ রানে হার্দিক ফিরে গেলেও শেষ পর্যন্ত টিকে ছিলেন ঋষভ। ১৬ টি বাউন্ডারি এবং ২ টি ওভার বাউন্ডারির মাধ্যমে ১১৩ বলে ১২৫* রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন তিনি।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in