

ধুঁকতে থাকা ভারতীয় দলকে গতকাল দায়িত্ব নিয়ে টেনে তুলেছিলেন ঋষভ পান্ত এবং রবীন্দ্র জাদেজা। ষষ্ঠ উইকেটে এই জুটি যোগ করছিলেন ২২২ রান। ভেঙেছেন একাধিক রেকর্ড। ওয়ান ডে স্টাইলে ১১১ বলে ১৪৬ রানের ভয়-ডর হীন ক্রিকেট খেলে গতকাল আউট হয়েছিলেন পান্ত। আজ তাঁর সঙ্গী জাদেজাও পূর্ণ করলেন শতরান। ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪১৬ রান সংগ্রহ করলো টিম ইন্ডিয়া।
গতকাল প্রথম দিনের খেলা শেষে ৮৩ রানে অপরাজিত ছিলেন জাদেজা। দ্বিতীয় দিনে খেলা শুরুর অল্প সময়ের মধ্যেই শতরান জুড়লেন তিনি। ১৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮৩ বলে বিদেশের মাটিতে প্রথম সেঞ্চুরি হাঁকালেন জাদেজা। শতরান জোড়ার পরেই ব্যক্তিগত ১০৪ রানে অ্যান্ডরসনের শিকার হয়ে ফিরে যান জাদেজা।
এজবাস্টনে প্রথম দিনে শুবমন (১৭), পূজারা (১৩), হনুমা (২০), বিরাটদের (১১) ভরাডুবির পর ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন পান্ত এবং জাদেজা। ব্রিটিশ বোলারদের চোখে চোখ রেখে শাসন করে গতকাল শতরান জোড়েন ঋষভ। যা দেখে ডাক আউটে উচ্ছ্বাসে লাফিয়ে ওঠেন স্বয়ং রাহুল দ্রাবিড়। ঋষভের পাশাপাশি দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে গিয়েছিলেন জাদেজা। শনিবার বিদেশের মাটিতে বহু কাঙ্খিত প্রথম শতরানটি পেয়ে গেলেন তিনি।
প্রথম ইনিংসে ভারত সংগ্রহ করেছে ৪১৬ রান। অধিনায়ক জসপ্রীত বুমরাহ ১৬ বলে ৩১* রান করে অপরাজিত। স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে চারটি বাউন্ডারি এবং দুটি ওভার বাউন্ডারি মেরেছেন ভারত অধিনায়ক।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন