IND vs ENG: রোহিতের পর জাদেজারও হাফ সেঞ্চুরি! পরপর ৩ উইকেটের ধাক্কা সামলে চালকের আসনে ভারত

People's Reporter: টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। ওপেন করতে নামে যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা।
রবীন্দ্র জাদেজা এবং রোহিত শর্মা
রবীন্দ্র জাদেজা এবং রোহিত শর্মাছবি - বিসিসিআই-র এক্স হ্যান্ডেল
Published on

তৃতীয় টেস্টের শুরুতেই ৩ উইকেট হারিয়ে বেশ চাপে ছিল টিম ইন্ডিয়া। কিন্তু রোহিত শর্মা এবং জাদেজার পার্টনারশিপে আপাতত চালকের আসনে ভারত।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। ওপেন করতে নামে যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা। ২২ রানে প্রথম উইকেট পড়ে ভারতের। ১০ বলে ১০ রান করে ফিরে যান যশস্বী। শুবমন নামলেও ৯ বলে শূন্য রান করে ফিরতে হয় তাঁকে। রজত পাতিদার ফেরেন ৫ রান করে।

পরে ভারতীয় ইনিংসের হাল ধরেন রবীন্দ্র জাদেজা এবং রোহিত শর্মা। প্রতিবেদন লেখা পর্যন্ত রোহিত শর্মা করেছেন ১৩৮ বলে ৮৭ রান। জাদেজা করেছেন ১০৭ বলে ৫৪ রান। ভারতের স্কোর ৩ উইকেটের বিনিময়ে ১৬১ রান। এছাড়া টেস্টে কেরিয়ারে ২১ তম হাফসেঞ্চুরি করলেন জাদেজা। দুই ব্যাটারের মধ্যে ১০০ রানের পার্টনারশিপও সম্পূর্ণ হয়েছে।

ইংল্যান্ডের হয়ে ২টি উইকেট নিয়েছেন মার্ক উড। একটি উইকেট পেয়েছেন টম হার্টলে। এছড়া বল করেছেন জেমস অ্যান্ডারসন, জো রুট এবং রেহান আহমেদ।

রবীন্দ্র জাদেজা এবং রোহিত শর্মা
ISL 2023-24: 'টানা ম্যাচ খেলায় সমস্যা' - গোয়া ম্যাচ জিতেও অসন্তুষ্ট হাবাস
রবীন্দ্র জাদেজা এবং রোহিত শর্মা
IND vs ENG: চোট নিয়ে বোর্ডকে বিভ্রান্ত করছেন রাহুল! অসন্তুষ্ট BCCI

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in