

লীডসে তৃতীয় দিনে ক্ষীণ আশার আলো জাগিয়েছিলো বিরাট-পূজারা জুটি। তবে চতুর্থ দিনের প্রথম সেশনেই ওলি রবিনসনের দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়লো ভারত। ৭৬ রান ও ইনিংসে ম্যাচ জিতে হেডিংলেতে সমতা ফেরালো রুট বাহিনী। দ্বিতীয় ইনিংসে ওলি রবিনসনের ৫ উইকেটের সৌজন্যে ভারতের ইনিংস শেষ হয়েছে ২৭৮ রানে।
তৃতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে ২১৫ রান স্কোর বোর্ডে লাগিয়েছিলো টিম ইন্ডিয়া। ব্যাট হাতে অপরাজিত ছিলেন চেতেশ্বর পূজারা (৯১*)ও বিরাট কোহলি (৪৫*)। সম্ভবনা কম থাকলেও চতুর্থ দিনে ভালো শুরু করার আশায় ব্যাট হাতে নেমেছিলো এই জুটি। তবে চতুর্থ দিনের প্রথম সেশনে দাঁড়াতেই পারলেন না পূজারা বা বিরাট। পূজারা ৯১ রানেই ফিরে যান। বিরাট কোহলিকে রবিনসন ফেরান ৫৫ রানে।
ভারতের শেষ ৭ উইকেট পড়েছে মাত্র ৪১ রানে। মিডিল অর্ডার দাঁড়াতেই পারেনি হেডিংলের বাইশ গজে। ভারতের সহ অধিনায়ক আজিঙ্কে রাহানে করেন ১০ রান। উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ ১ রান করেই প্যাভিলিয়নের রাস্তা দেখেন। রবীন্দ্র জাদেজা একটু আক্রমণাত্মক খেলার চেষ্টা করলেও ৩০ রানের বেশি করতে পারেননি। টেল এন্ডে মহম্মদ শামি(৬), ইশান্ত শর্মা(২), মহম্মদ সিরাজরা(০) কার্যত এলেন আর গেলেন।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের বোলাররা মাত্র ৭৮ রানেই গুছিয়ে দেয় ভারতকে। আবার ব্যাট করতে নেমে ব্রিটিশ অধিনায়ক জো রুটের অনবদ্য শতরানের দৌলতে পাহাড় প্রমাণ ৪৩২ রান সংগ্রহ করে তারা। ইংল্যান্ডের দেওয়া প্রথম ইনিংসের লীডই অতিক্রম করতে পারলেন না বিরাট বাহিনী। ৭৬ রান ও ইনিংসে ১-১ ব্যবধানে সমতা ফিরে পেয়েছে ইংল্যান্ড।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন
