চেন্নাইয়ে দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ভারত
ছবি বিসিসিআই-এর ট্যুইটার থেকে সংগৃহীত

চেন্নাইয়ে দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ভারত

প্রথম ইনিংসে ১৯৫ রান লীড রেখে দ্বিতীয় ইনিংসে মাঠে নেমেছে ভারত। দ্বিতীয় দিনের শেষে ২৪৯ রানে এগিয়ে চালকের আসনে বিরাট বাহিনী।

অশ্বিনের ঘূর্ণিতে নাস্তানাবুদ ব্রিটিশরা। প্রথম ইনিংসে ভারতের ৩২৯ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৩৪ রানেই অল আউট হয়ে গেলো রুট বাহিনী। সৌজন্যে রবিচন্দ্রন অশ্বিনের পাঁচ উইকেট। প্রথম ইনিংসে ১৯৫ রান লীড রেখে দ্বিতীয় ইনিংসে মাঠে নেমেছে ভারত। দ্বিতীয় দিনের শেষে ২৪৯ রানে এগিয়ে চালকের আসনে বিরাট বাহিনী। দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর রবিবারের শেষে ১ উইকেট হারিয়ে ৫৪ রান।

চিপকেতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ৩০০ রান সংগ্রহ করেছিলো ভারত।দ্বিতীয় দিনে আর মাত্র ২৯ রান যোগ করতে সক্ষম হন টেল এন্ডাররা। ঋষভ পন্থ অপরাজিত থাকেন ৫৮* রানে।

ভারতের ইনিংস শেষে ইংল্যান্ড ব্যাট করতে নামলে ভারতের বোলিং বিভাগ তাদের গুছিয়ে দেয়। শুরুতেই শূন্য রানে রোরি বার্নসকে প্যাভিলিয়নের রাস্তা দেখান ইশান্ত শর্মা। এরপরেই অপর ওপেনার ডম সিবলেকে ১৬ রানে শিকার করেন রবি অশ্বিন।

চেন্নাইয়ে প্রথম টেস্টে দুরন্ত দ্বিশতরান করা রুট এদিন মাত্র ৬ রান করেই অক্ষর প্যাটেলের শিকার হন। এরপর ড্যানিয়েল লরেন্স (৯) এবং স্টোকস(১৮) দুজনেই অশ্বিন ড্রেসিংরুমে পাঠান। ইংল্যান্ডের হয়ে ওলি পোপ ২২ রান করেন এবং ফোকস ৪২* রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের টেল এন্ডাররা এদিন ভারতের সামনে দাঁড়াতেই পারেনি। মইন আলি(৬),অলি স্টোনস(১), জ্যাক লিচ(৫)এবং স্টুয়ার্ট ব্রডের(০)উইকেট পতনের সাথে সাথেই ইংল্যান্ডের ইনিংস থামে ১৩৪ রানে।

দ্বিতীয় ইনিংসে ভারতের রানের ঘোড়া এগিয়ে নিয়ে যাচ্ছেন রোহিত শর্মা(২৫*) এবং চেতেশ্বর পূজারা(৭*)।শুবমন গিল ১৪ রান করেই জ্যাক লিচের শিকার হন।দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের থেকে ২৪৯ রানে এগিয়ে রয়েছে ভারত।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in