Sourav Ganguly: 'অশ্বিন সর্বকালের সেরাদের একজন' - সৌরভ গাঙ্গুলি

People's Reporter: সৌরভ গাঙ্গুলি বলেন, 'সর্বকালের সেরাদের মধ্যে অন্যতম অশ্বিন। ৫০০ উপর টেস্ট উইকেট ৬ টা টেস্ট সেঞ্চুরি। আর কী চাই? যখনই ভারত বিপদে পড়েছে অশ্বিন ভারতকে বাঁচিয়েছে।'
রবিচন্দ্রন অশ্বিন
রবিচন্দ্রন অশ্বিনফাইল ছবি
Published on

বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্টে অসাধারণ জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এখন কানপুর টেস্ট চলছে। তবে ভারতের আসল পরীক্ষা অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকার সিরিজ। তার আগে রবিচন্দ্রন অশ্বিনের আগুনে ফর্ম নিয়ে নিজের মতামত জানালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

ভারতের তরুণ ব্রিগেডকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন সৌরভ গাঙ্গুলি। সৌরভ বলেন, 'অস্ট্রেলিয়া সিরিজ জিততে মরিয়া থাকবে বিরাট এবং রোহিতরা। ভারতের সবকটি তরুণ প্রতিভা অসাধারণ। ঋষভ পন্থ, শুবমন গিল, যশস্বী জয়সওয়াল প্রত্যেকেই অসাধারণ ট্যালেন্টেড। আশা করছি ভালো খেলা হবে অস্ট্রেলিয়ায়। গত দুই সিরিজের মত এবারেও ভারত জিতে ফিরবে।'

রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে সৌরভ জানান, 'সর্বকালের সেরাদের মধ্যে অন্যতম অশ্বিন। ৫০০-র উপর টেস্ট উইকেট, ৬ টা টেস্ট সেঞ্চুরি। আর কী চাই? যখনই ভারত বিপদে পড়েছে অশ্বিন ভারতকে বাঁচিয়েছেন।'

উল্লেখ্য, ২০১১ সালে ভারতের হয়ে টেস্টে অভিষেক হয় রবিচন্দ্রন অশ্বিনের। তারপর থেকে এখনও পর্যন্ত টেস্টে ৫২২টি উইকেট নিয়েছেন তিনি। ১০১ ম্যাচে ১৯১ ইনিংস খেলেছেন অশ্বিন। ভারতীয়দের মধ্যে টেস্টে সর্বোচ্চ উইকেট নেওয়া বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে তিনি। ৬১৯টি উইকেট নিয়ে শীর্ষে আছেন প্রাক্তন তারকা স্পিনার অনিল কুম্বলে।

২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হয়েছে ভারত আর বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ। এরপর ভারতের নিউজিল্যান্ড সিরিজ ঘরের মাঠে হবে। তারপর দক্ষিণ আফ্রিকায় টি-২০ সিরিজ খেলতে যাবে টিম ইন্ডিয়া। তারপরই অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকার সিরিজ ভারতের।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in