IND vs AUS: ইন্দোরে টসে জিতে ব্যাটিং ভারতের, বাদ পড়লেন রাহুল, দলে এলেন শুবমান

ইন্দোর টেস্ট থেকে বাদ পড়লেন লোকেশ রাহুল। প্রথম দুই টেস্টে চরম ব্যর্থতার পর সহ অধিনায়কত্ব হারিয়েছিলেন রাহুল।
শুবমান গিল
শুবমান গিল

ইন্দোর টেস্ট থেকে বাদ পড়লেন লোকেশ রাহুল। প্রথম দুই টেস্টে চরম ব্যর্থতার পর সহ অধিনায়কত্ব হারিয়েছিলেন রাহুল। তৃতীয় টেস্টে প্রথম একাদশে জায়গা ধরে রাখতে পারবেন কিনা তা নিয়েও ছিল ধোঁয়াশা। অবশেষে আশঙ্কাই সত্যি হল। বাদ পড়লেন রাহুল। তাঁর জায়গায় সুযোগ পেলেন শুবমান গিল।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে টস জিতল ভারত। টস জিতে রোহিত শর্মা শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত ১ উইকেট হারিয়ে ২৭ রান সংগ্রহ করেছে। রোহিত ফিরে গিয়েছেন ১২ রান করে। শুবমান ব্যাট করছেন ১৪* রানে।

গিলের সাথে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই নিশ্চিত আউট হয়েও বেঁচেছিলেন রোহিত। স্টার্কের প্রথম বলেই রোহিতের ব্যাটের কানায় লেগে বল ধরা দেয় অজি উইকেটকিপারের হাতে। জোরালো আবেদন সত্ত্বেও আম্পায়ার সাড়া দেননি। অস্ট্রেলিয়াও রিভিউ নেয়নি। তবে বেশিক্ষণ অবশ্য টিকতে পারলেন না টিম ইন্ডিয়ার অধিনায়ক। দলগত স্কোর ২৭ রানে কুনম্যানের বলে পরাস্ত হলেন রোহিত। অ্যালেক্স ক্যারি স্টাম্পিং করতে কোনো ভুল করলেন না।

অস্ট্রেলিয়া দলে এসেছে দুটি পরিবর্তন। পারিবারিক কারণে প্যাট কামিন্স ইন্দোর টেস্টে খেলছেন না। তাঁর পরিবর্তে দলে এসেছেন মিচেল স্টার্ক। অন্যদিকে, ইনজুরিতে পড়া ডেভিড ওয়ার্নারের বদলি হিসেবে খেলছেন ক্যামেরান গ্রিন। কামিন্সের অনুপস্থিতিতে এই টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন স্টিভ স্মিথ।

ভারতের প্রথম একাদশ - রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব ও মহম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়ার প্রথম একাদশ - উসমান খোয়াজা, ট্রেভিস হেড, মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথ (অধিনায়ক), পিটার হ্যান্ডসকম্ব, ক্যামেরান গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, নাথান লিওন, টড মার্ফি ও ম্যাথিউ কুনম্যান।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in