
আগামী ৯ ফেব্রুয়ারী থেকে নাগপুরে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম টেস্ট। তার আগেই বড় ধাক্কা খেলো অস্ট্রেলিয়া শিবির। সম্পূর্ণ চোট সারিয়ে না ওঠায় ভারতের বিপক্ষে প্রথম দুই টেস্টে অনিশ্চিত অজি পেসার জস হেজেলউড।
গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃষ্টি-বিধ্বস্ত সিডনি টেস্টে বোলিং করার পর বাম পায়ে চোট পেয়েছিলেন হেজেলউড। ৩২ বর্ষীয় তারকা পেসারের অ্যাকিলিসের চোট এখনও পুরোপুরি সেরে ওঠেনি। যে কারণে আলুরের প্রস্তুতি শিবিরে তাঁকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যাচ্ছে না। হেজেলউড রবিবার নাগপুরে খেলা প্রসঙ্গে ক্রিকবাজকে জানান, 'প্রথম টেস্ট সম্পর্কে নিশ্চিত নই আমি।'
চোটের জন্য প্রথম নাগপুরের টেস্টটি মিস অনেক আগে থেকেই নিশ্চিত ছিল বাঁ-হাতি তারকা অজি পেসার মিচেল স্টার্কের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের আঙুলে চোট পেয়েছিলেন তিনি। স্টার্ক এবং হ্যাজেলউড ছাড়াও আঙুলে চোটের কারণে অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনও দ্বিতীয় টেস্ট ম্যাচ অবধি মাঠে নামতে পারবেন না। সবমিলিয়ে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বোলিং বিভাগ বেশ সমস্যায় রয়েছে।
যদি হেজেলউড প্রথম টেস্ট খেলতে না পারেন, তবে তাঁর জায়গায় সুযোগ পেতে পারেন স্কট বোল্যান্ড। সেক্ষেত্রে প্রথমবার দেশের বাইরে টেস্ট খেলার সুযোগ পাবেন তিনি। বোল্যান্ড অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত ৬টি টেস্টে মাঠে নেমেছেন এবং ৬টি টেস্টই খেলেছেন দেশের মাঠে।
এবার ভারতের সফরকারী অস্ট্রেলিয়া দলে জায়গা পাননি স্পিনার অ্যাডাম জাম্পা। ভারতের বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজে স্পিনার হিসেবে দলে নেওয়া হয়েছে নাথান লিয়ন, অ্যাস্টন অ্যাগার, তরুণ অফ-স্পিনার টড মুরফি, লেগ-স্পিনার সুইপসনকে। জাম্পার অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার স্পিন বিভাগ কেমন প্রদর্শন করবে, তা নিয়েও চলছে আলোচনা।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন