

উসমান খোয়াজার পর এবার দুর্দান্ত সেঞ্চুরি ক্যামেরন গ্রিনের ব্যাটে। আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের প্রথম শতরান পেলেন অস্ট্রেলিয়ার তরুণ অলরাউন্ডার। ১৪৩ বলে গ্রিন তাঁর সেঞ্চুরি সাজিয়েছেন ১৬ টি বাউন্ডারির মাধ্যমে। খোয়াজা এবং গ্রিন জুটি আমেদাবাদে রানের পাহাড় গড়ছে অস্ট্রেলিয়ার হয়ে।
প্রথম দিনের শেষে গ্রিন অপরাজিত ছিলেন ৪৯* রানে। দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজনের বিরতির পরেই সেঞ্চুরি পেলেন অজি অলরাউন্ডার। ষষ্ঠ অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে ভারতের মাটিতে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে নিজেদের প্রথম শতরান পেলেন গ্রিন। শেষবার ২০১৬-১৭ মরশুমে গ্লেন ম্যাক্সওয়েল ভারতে তাঁর প্রথম টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন। রাঁচিতে ১০৪ রানের ইনিংস খেলেছিলেন ম্যাক্সওয়েল। এছাড়াও অজি ক্রিকেটারদের মধ্যে ভারতের মাটিতে নিজেদের প্রথম টেস্ট শতরান পেয়েছিলেন লেস ফ্যাভেল (১০১), পল শেহান (১১৪), ডিন জোনস (২১০) এবং মাইকেল ক্লার্ক (১৫১)।
দ্বিতীয় দিনে অজি ওপেনার উসমান খোয়াজা এবং গ্রিনের হাত ধরে রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। শুক্রবার এখনও পর্যন্ত ৩টি উইকেট তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। প্রতিবেদন লেখা পর্যন্ত খোয়াজা অপরাজিত রয়েছেন ৩৬৪ বলে ১৬৫ রান করে। খোয়াজার এই দুর্দান্ত ইনিংসে রয়েছে ২০ টি বাউন্ডারি। গ্রিন আউট হয়েছেন ১৭০ বলে ১১৪ রানে।
১৩৬ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৭ উইকেটের বিনিময়ে ৩৮৭ রান। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৪ উইকেটে ২৫৫ রান।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন