IND vs AUS: ৯ উইকেটে জয়! ইন্দোরে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া

৪৯ রান করে অপরাজিত থাকলেন হেড। লাবুশানে অপরাজিত থাকলেন ২৮ রানে।
তৃতীয় টেস্ট জিতল অস্ট্রেলিয়া
তৃতীয় টেস্ট জিতল অস্ট্রেলিয়াছবি - ICC-র ট্যুইটার হ্যান্ডেল

চলতি বর্ডার-গাভাসকার ট্রফিতে প্রথম জয় তুলে নিল অস্ট্রেলিয়া। নাগপুর এবং দিল্লিতে শোচনীয় পরাজয়ের পর ইন্দোরে দাপটের সাথে প্রত্যাবর্তন করলো ব্যাগি গ্রিনরা। শেষ ইনিংসে ৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ট্রাভিস হেড এবং মার্নাস লাবুশানের হাত ধরে ৯ উইকেটে বড় জয় তুলে নিল সফরকারীরা। ৪৯ রান করে অপরাজিত থাকলেন হেড, লাবুশানে অপরাজিত থাকলেন ২৮ রানে।

উল্লেখ্য, মাত্র ১১৩৫ বলেই শেষ হল ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট। ভারত তাদের ঘরের মাঠে এত কম বলের টেস্টে এর আগে পরাজয় শিকার করেনি। ১৯৫১-৫২ সালে কানপুরে ইংল্যান্ডের কাছে পরাজিত হয়েছিল ভারত। সেই টেস্ট শেষ হয়েছিল ১৪৫৯ বলে।

ভারতকে ইন্দোর টেস্ট জিততে হলে একপ্রকার অসাধ্য সাধন করতে হতো। কারণ শেষ ইনিংসে লড়াইয়ের জন্য রোহিতদের পুঁজি ছিল মাত্র ৭৫ রানের। তবে চলতি সিরিজে যে কোনো অঘটনের সাক্ষী হতে পারতো ক্রিকেট বিশ্ব। আর শুরুতেই তার আভাস পাওয়া গিয়েছিল। প্রথম ওভারের দ্বিতীয় বলেই অশ্বিনের শিকার হয়ে ফিরে গিয়েছিলেন উসমান খোয়াজা (০)।

অশ্বিন-জাদেজার আঁটোসাঁটো বোলিংএ শুরুটা নড়বড়েই হয়েছিল অস্ট্রেলিয়ার। ১০ ওভারের শেষে তাদের স্কোর ছিল এক উইকেট হারিয়ে ১৩ রান। এরপর আসে নতুন বল। আর নতুন বল পেয়ে বিধ্বংসী মেজাজে ব্যাট ঘোরালেন দুই অজি তারকা। একপ্রকার টি-টোয়েন্টি খেলে ১৮.৫ ওভারেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

বল পরিবর্তনের পর অশ্বিন-জাদেজাকে কোনোরকম পাত্তা না দিয়েই ব্যাট চালান হেড। ৫৩ বলে ৪৯ রানে অপরাজিত থাকলেন তিনি। তাঁর ইনিংসে রয়েছে ৬ টি বাউন্ডারি এবং ১ টি ওভার বাউন্ডারি। মার্নাস লাবুশানে অপরাজিত থাকলেন ৫৮ বলে ২৮ রানে। তাঁর ইনিংসে রয়েছে ৬ টি বাউন্ডারি।

তৃতীয় টেস্ট জিতল অস্ট্রেলিয়া
Hero Santosh Trophy: সৌদির মাটিতে সন্তোষ ট্রফির ফাইনাল, তার আগে দেখা যাক কার ঝুলিতে ক'টি খেতাব

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in