WPL 2023: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স এবং গুজরাট জায়ান্টস, পিছিয়ে গেল ম্যাচের সময়

বিসিসিআই-এর তরফ থেকে জানানো হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানের কারণে প্রথম ম্যাচটি পুনঃনির্ধারন করা হয়েছে। রাত্রি আটটায় শুরু হবে ম্যাচ। টস অনুষ্ঠিত হবে সাড়ে সাতটায়।
বদলে গেল WPL-র সময়সূচি
বদলে গেল WPL-র সময়সূচিছবি - WPL-র ট্যুইটার
Published on

বহু প্রতিক্ষিত উইমেন্স প্রিমিয়ার লীগের পর্দা উঠছে আজ। মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স এবং গুজরাট জায়ান্টস। ম্যাচ শুরুর আগেই থাকছে এক জমকালো অনুষ্ঠান। যে কারণে খেলার সময়ও যাচ্ছে পিছিয়ে।

পূর্ব সূচী অনুযায়ী, উইমেন্স প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা সাড়ে সাতটায়। কিন্তু বিসিসিআই তাদের সর্বশেষ আপডেটে জানিয়েছে খেলা শুরু হবে রাত আটটায়।

বিসিসিআই-এর তরফ থেকে জানানো হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানের কারণে প্রথম ম্যাচটি পুনঃনির্ধারন করা হয়েছে। রাত্রি আটটায় শুরু হবে ম্যাচ। টস অনুষ্ঠিত হবে সাড়ে সাতটায়। বিকেল চারটা থেকে দর্শকরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে। সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। মঞ্চ মাতাবেন বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণী, কৃতি শ্যানন। উপস্থিত থাকবেন সঙ্গীত শিল্পী তথা পরিচালক এপি ধিলন।

আগামী ২৩ দিন ধরে চলবে মেয়েদের আইপিএল। WPL-এর উদ্বোধনী সংস্করণে খেলছে ৫টি দল। ব্র্যাবোর্ন স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ মার্চ। টুর্নামেন্টে রয়েছে মোট ২০টি লীগ ম্যাচ এবং দুটি প্লে অফ ম্যাচ। ২১ মার্চ ব্র্যাবোর্ন স্টেডিয়ামে শেষ লীগ ম্যাচে মুখোমুখি হবে ইউপি ওয়ারির্স এবং দিল্লি ক্যাপিটালস। ২৪ মার্চ ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হবে এলিমিনেটর ম্যাচ।

বদলে গেল WPL-র সময়সূচি
ISL: খেলা চলাকালীন দল তুলে নেওয়ার সিদ্ধান্ত, বড় শাস্তির মুখে কেরালা ব্লাস্টার্স!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in