WTC Final: ম্যাচ ড্র হলে কিংবা বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে শিরোপা উঠবে কাদের হাতে?

নির্ধারিত সময়ে বা রিজার্ভ ডে তেও খেলার ফলাফল স্পষ্ট না হলে দুই দলকেই যুগ্ম বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। সেক্ষেত্রে প্যাট কামিন্স এবং রোহিত শর্মাকে যুগ্মভাবে শিরোপা ভাগ করে নিতে হবে।
WTC Final: ম্যাচ ড্র হলে কিংবা বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে শিরোপা উঠবে কাদের হাতে?

আইপিএলের পর্দা নেমেছে। এবার অপেক্ষা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালের। আগামী ৭ জুন থেকে ১১ জুন ইংল্যান্ডের ওভালে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া বনাম ভারতের টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল।

দুই পক্ষই ফাইনালের আগে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে এসবের মাঝে একটা প্রশ্ন থেকেই যায়। ইংল্যান্ডের আবহাওয়ার সাথে কমবেশি সব ক্রিকেট ভক্তরাই পরিচিত। তাই খেলা ড্র হলে কিংবা বৃষ্টির কারণে খেলা যদি ভেস্তে যায়, তবে খেতাব উঠবে কাদের হাতে?

২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে ওঠে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দল হিসেবে জায়গা পায় টিম ইন্ডিয়া। গতবারও টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে উঠেছিল ভারত। তবে সেবার নিউজিল্যান্ডের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়। এবার ফের একবার সুযোগ এসেছে খেতাব জয়ের।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৭ জুন থেকে ১১ জুন পর্যন্ত। তবে ইংল্যান্ডের আবহাওয়ার কথা মাথায় রেখে ম্যাচে রাখা হয়েছে একটি রিজার্ভ ডে। ৭ থেকে ১১ তারিখের মধ্যে কোনো কারণে বৃষ্টিতে খেলা বাধা প্রাপ্ত হলে ফাইনাল গড়াতে পারে ১২ তারিখেও।

নির্ধারিত সময়ে বা রিজার্ভ ডে তেও খেলার ফলাফল স্পষ্ট না হয়, তখন দুই দলকেই যুগ্ম বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। সেক্ষেত্রে প্যাট কামিন্স এবং রোহিত শর্মাকে যুগ্মভাবে শিরোপা ভাগ করে নিতে হবে।

WTC Final: ম্যাচ ড্র হলে কিংবা বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে শিরোপা উঠবে কাদের হাতে?
WTC Final: 'ভারতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ' - সুনীল গাভাসকার
WTC Final: ম্যাচ ড্র হলে কিংবা বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে শিরোপা উঠবে কাদের হাতে?
Lionel Messi: কোথায়, কবে পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলতে চলেছেন মেসি?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in