ICC World Cup 23: কবে থেকে শুরু হবে বিশ্বকাপ? ভারত-পাক ম্যাচ কবে?

পাকিস্তানও ভারতে খেলতে আসতে সম্মত হয়েছে। দুই দলের হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ ই অক্টোবর। তবে আয়োজক ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়েই বিশ্বকাপের অভিযান শুরু করবে বলে খবর।
ICC World Cup 23: কবে থেকে শুরু হবে বিশ্বকাপ? ভারত-পাক ম্যাচ কবে?
ফাইল চিত্র

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ক্রিকেট বিশ্বকাপ। টুর্নামেন্টের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি এখনও ঘোষণা করা হয়নি। তবে কবে থেকে শুরু হবে বিশ্বকাপ, উদ্বোধনী ম্যাচে কারা নামবে, ফাইনাল অনুষ্ঠিত হবে কত তারিখ, ভারত বনাম পাকিস্তানের দ্বৈরথই বা কবে - সে বিষয়ে মিলল বড়সড় ইঙ্গিত।

আগামী ৫ ই অক্টোবর গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যেকার ম্যাচ দিয়েই বিশ্বকাপের পর্দা উঠবে বলে খবর। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। ক্রিকবাজের খবর অনুযায়ী, ১৯ শে নভেম্বর আমেদাবাদেই অনুষ্ঠিত হবে ফাইনাল।

জানা গিয়েছে, পাকিস্তানও ভারতে খেলতে আসতে সম্মত হয়েছে। দুই দলের হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ ই অক্টোবর। তবে আয়োজক ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়েই বিশ্বকাপের অভিযান শুরু করবে বলে খবর।

আইসিসির তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে এখনও বিশ্বকাপের সূচী ঘোষণা করা হয়নি। চলতি ইন্ডিয়ান প্রিমিয়াম লীগের মরশুম শেষ হলেও পূর্ণাঙ্গ সূচী সামনে আসবে বলে খবর।

 ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে কোন আট দল সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। আয়োজক ভারত ছাড়া রয়েছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা। বাকি দুই স্পটের জন্য যোগ্যতা অর্জন পর্ব খেলবে আরও দশটি দেশ। ১৮ ই জুন থেকে ৯ ই জুলাই পর্যন্ত জিম্বাবোয়েতে অনুষ্ঠিত হবে বাছাইপর্বের ম্যাচ।

ICC World Cup 23: কবে থেকে শুরু হবে বিশ্বকাপ? ভারত-পাক ম্যাচ কবে?
ICC World Cup 2023: বৃষ্টিতে ভেসে গেলো আয়ারল্যান্ডের ভাগ্য, সরাসরি যোগ্যতা অর্জন করলো দ: আফ্রিকা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in