

আসন্ন একদিবসীয় বিশ্বকাপের নতুন সময়সূচী গত ৯ আগস্ট ঘোষণা করেছে আইসিসি। জুনের শেষ সপ্তাহে যে সূচী প্রকাশ করা হয়েছিল সেই সূচী থেকে ৯টি ম্যাচের সূচী পরিবর্তন করা হয়েছে। নতুন সূচী অনুসারে ভারত ও পাকিস্তানের উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর। আগের সূচিতে এই ম্যাচ হবার কথা ছিল ১৫ অক্টোবর।
ভারত পাকিস্তান ম্যাচ ছাড়াও নতুন সূচী অনুসারে ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচের তারিখেও বদল আনা হয়েছে। এই ম্যাচ হবে ১২ নভেম্বর। আগের সূচিতে এই ম্যাচ হবার কথা ছিল ১১ নভেম্বর বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। ১১ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনসে পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচ অনুষ্ঠিত হবে।
এর আগে দিওয়ালিতে শেষবারের মতো অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল টিম ইন্ডিয়া। দিওয়ালির দিনে টিম ইন্ডিয়া শেষ ম্যাচ খেলেছিল ৩৬ বছর আগে। ১৯৮৭-র বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিল্লির মাঠে ওই ম্যাচ হয়েছিল ২২ অক্টোবর। যে ম্যাচে ৫৬ রানে জয়লাভ করে টিম ইন্ডিয়া।
গতকাল যে ৯টি ম্যাচের সূচিতে পরিবর্তন করা হয়েছে তার মধ্যে পাকিস্তানের ৩টি ম্যাচ আছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ হবে ১০ অক্টোবর এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ হবে ১১ নভেম্বর।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন