ICC Women's World Cup: দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা, রাস্তা কঠিন হলো মিতালি রাজদের

বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ বৃষ্টির জন্য মাঝপথেই পরিত্যক্ত হয়। তাই দুই দলকে ১ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়। ফলে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকাছবি ICC ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

সেমিফাইনালের রাস্তা ফের কঠিন হয়ে পড়লো মিতালি রাজদের। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ বৃষ্টির জন্য মাঝপথেই পরিত্যক্ত হয়। তাই দুই দলকে ১ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়। ফলে দ্বিতীয় দল হিসেবে চলতি আইসিসি মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে তৃতীয় স্থান দখল করে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

অন্য ম্যাচে পাকিস্তানকে নাস্তানাবুদ করে জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। নেট রান রাটের দৌলতে ভারতের সমান পয়েন্ট হওয়া সত্ত্বেও চতুর্থ স্থান দখল করে নিয়েছে ব্রিটিশরা। দু'দল ইতিমধ্যেই সেমিফাইনালের টিকিট পেয়েছে। প্রথম দল হিসেবে বিশ্বকাপের দৌড় শেষ করেছে পাকিস্তান। লীগ পর্বের বাকি চারটি ম্যাচে নির্ধারিত হবে বাকি দুই সেমিফাইনালিস্ট।

সেমিফাইনালে পৌঁছানোর জন্য ভারতকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিততেই হবে। জয়ের কোনো বিকল্প নেই মিতালি রাজদের। ওয়েস্ট ইন্ডিজ সাত পয়েন্ট নিয়ে লীগ পর্বের খেলা শেষ করেছে। আপাততঃ তৃতীয় স্থানে রয়েছে তারা। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর তাদের ভাগ্য নির্ধারিত হবে। ভারত হারলে সেমির টিকিট নিশ্চিত করবে ওয়েস্ট ইন্ডিজ।

এদিন ওয়েলিংটনে বৃষ্টির কারণে ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকার গুরুত্বপূর্ণ ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। প্রথম চার ম্যাচের চারটিতেই জিতে একপ্রকার সেমিফাইনালে পা বাড়িয়েই রেখেছিলো দক্ষিণ আফ্রিকা। এদিন এক পয়েন্ট পাওয়ার সাথে সাথেই বাকি দল গুলোকে অনেক পেছনে ফেলে অস্ট্রেলিয়ার পর শেষ চারে পৌঁছে যায় প্রোটিয়ারা।

ক্রাইস্টচার্চে এদিন নিজেদের সমস্ত লক্ষ্যেই সফল হয় ব্রিটিশরা। পাকিস্তানকে হারানোর পাশাপাশি নেট রান রেটও বাড়িয়ে নেয় তারা। এদিন মাত্র ১০৫ রানেই বিসমাহ মারুফদের অল আউট করে দেয় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১৯.২ ওভারে মাত্র ১ উইকেটের বিনিময়ে ১০৭ রান তুলে ম্যাচ জিতে যায়। ট্যামি বিউমন্ট ২ রান করে আউট হন। ড্যানিয়েল ওয়াট ১১টি বাউন্ডারির সাহায্যে ৬৮ বলে ৭৬* রানে অপরাজিত থাকেন। ২৬* রানে অপরাজিত থাকেন হেদার নাইট।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in