ICC Women's World Cup: মহিলাদের বিশ্বকাপে স্টার্ক-পত্নীর একাধিক রেকর্ড

২০১৫ সালে পুরুষদের বিশ্বকাপে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছিলেন মিচেল স্টার্ক। এবার মহিলাদের বিশ্বকাপে এই পুরস্কার জিতলেন স্টার্কের অর্ধাঙ্গিনী। গ্যালারিতে বসে স্ত্রীর পারফর্ম্যান্স দেখলেন স্টার্ক।
মিচেল স্টার্কের সাথে অ্যালিসা হেলি
মিচেল স্টার্কের সাথে অ্যালিসা হেলিচিত্র সংগৃহীত
Published on

ইংল্যান্ডকে হারিয়ে সপ্তমবারের জন্য বিশ্বসেরার তাজ উঠেছে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের মাথায়। ফাইনালে ১৭০ রানের ঐতিহাসিক ইনিংস খেলে ম্যাচের ফারাক গড়ে দিয়েছেন অ্যালিসা হেলি। শুধু ম্যাচের সেরা নয়, টুর্নামেন্ট সেরার পুরস্কার জয়ের পাশাপাশি স্টার্ক-পত্নী গড়েছেন একাধিক রেকর্ড।

২০১৫ সালে পুরুষদের বিশ্বকাপে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছিলেন মিচেল স্টার্ক। এবার মহিলাদের বিশ্বকাপে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতলেন স্টার্কেরই অর্ধাঙ্গিনী। গ্যালারিতে বসে স্ত্রী হেলির অনবদ্য পারফর্ম্যান্স দেখে মুগ্ধ হয়েছেন স্টার্ক। এই ম্যাচের পর একাধিক রেকর্ডের মালকিন হয়ে উঠেছেন হেলি।

অস্ট্রেলিয়ারই পুরুষ দলের প্রাক্তন উইকেট কিপার অ্যাডাম গিলক্রিস্টকে টপকে বিশ্বকাপ ফাইনালে সর্বাধিক ব্যক্তিগত রানের ইনিংস খেলেছেন অ্যালিসা হেলি৷ ২০০৭ বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৪৯ রানের ব্যক্তিগত ইনিংস খেলেছিলেন গিলি। ক্রাইস্টচার্চে আজ ১৩৮ বলে ১৭০ রান করেন তিনি।

মহিলাদের বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড এখন হেলির নামে। ৯ ম্যাচে ৫৬.৫৫ গড়ে ৫০৯ রান করেছেন তিনি। ভেঙেছেন ২৫ বছর আগে করা নিউজিল্যান্ডের ডেবি হকলের রেকর্ড ৷ ১৯৯৭ মহিলা বিশ্বকাপে ৪৫৬ রান করেছিলেন হকলে।

মিচেল স্টার্কের সাথে অ্যালিসা হেলি
ICC Women's WC: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে সপ্তমবার বিশ্বকাপ জয় অস্ট্রেলিয়ার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in