ICC Women's World Cup: বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের আশা জিইয়ে রাখলো ভারত

দশ ওভারে মাত্র ৩০ রান খরচ করে ভারতের হয়ে চারটি উইকেট তুলে নিয়েছেন স্নেহ রানা। 'চাকদহ এক্সপ্রেস' ঝুলন গোস্বামী পেয়েছেন জোড়া উইকেট। এছাড়াও দুটি উইকেট নিয়েছেন পূজা বস্ত্রকার।
সেমিফাইনালের আশা জিইয়ে রাখলো মিতালিরা
সেমিফাইনালের আশা জিইয়ে রাখলো মিতালিরাছবি ICC ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের আশা জিইয়ে রাখলো মিতালি রাজরা। হ্যামিলটনের সেড্ডন পার্কে প্রতিবেশী বাংলাদেশকে ১১০ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। মিতালিদের ৭ উইকেট ২২৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ১১৯ রানেই অল আউট হয়ে যায় বাঘিনীরা। ভারতের হয়ে বল হাতে আগুন ঝরালেন স্নেহ রানা, পূজা বস্ত্রকার, ঝুলন গোস্বামীরা।

এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। প্রথম দফায় ব্যাট করতে নেমে ভালোই শুরু করেন স্মৃতি মন্ধনা এবং শেফালি ভার্মা। তবে স্মৃতি মন্ধনা আউট হওয়ার সাথে সাথেই শেফালিও আউট হয়ে ফিরে যান। সেইসঙ্গে অধিনায়ক মিতালি রাজও রানের খাতা না খুলেই প্যাভিলিয়নের রাস্তা দেখেন। স্মৃতি মন্ধনা ৩০ রান এবং শেফালি ভার্মা করেন ৪২ রান। ৭৪ রানে ৩ উইকেট হারানোর পর ইয়স্তিকা ভাটিয়ার অর্ধ শতরান এবং রিচা ঘোষ (২৬), পূজা বস্ত্রকার(৩০) এবং স্নেহ রানার(২৭) ছোটো ছোটো ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২২৯ রান সংগ্রহ করে ভারতের মহিলারা।

মিতালি রাজদের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই এদিন ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। মাত্র ৩৫ রানেই ৫ উইকেট হারিয়ে খাদের কিনারাতে গিয়ে পৌঁছায় টাইগ্রেসরা। সারমিনা আখতার(৫), ফারগানা হক(০), নিগার সুলতানা(৩), রুমানা আহমেদরা(২) সকলেই ব্যর্থ হন। এই ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন সালমা খাতুন। ৩২ রান করেছেন তিনি। এছাড়া লতা মন্ডল ২৪ রান করেন।

দশ ওভারে মাত্র ৩০ রান খরচ করে ভারতের হয়ে চারটি উইকেট তুলে নিয়েছেন স্নেহ রানা। 'চাকদহ এক্সপ্রেস' ঝুলন গোস্বামী পেয়েছেন জোড়া উইকেট। এছাড়াও দুটি উইকেট নিয়েছেন পূজা বস্ত্রকার এবং একটি করে উইকেট নিয়েছেন রাজেশ্বরী গায়কওয়াড় ও পুনম যাদব।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in