ICC Women's T20 WC: পাকিস্তানের হারে স্বপ্নভঙ্গ ভারতের, বিশ্বকাপের শেষ চারে নিউজিল্যান্ড

People's Reporter: ভারতকে সেমিফাইনালে যেতে হলে পাকিস্তানকে শুধু ম্যাচ জিতলেই হয়ে যেত। কিন্তু তা হয়নি। সোমবার টসে জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১০ রান করে নিউজিল্যান্ড।
হরমনপ্রীত কৌর
হরমনপ্রীত কৌরছবি - ICC-র ট্যুইটার হ্যান্ডেল
Published on

পাকিস্তানের হারে স্বপ্নভঙ্গ ভারতের। মহিলাদের টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত। গ্রুপ এ থেকে দ্বিতীয়দল হিসেবে সেমিফাইনালে যোগ্যতা অর্জন করল নিউজিল্যান্ড।

রবিবার অস্ট্রেলিয়ার কাছে ৯ রানে পরাজিত হয় ভারত। তারপরই নিউজিল্যান্ড বনাম পাকিস্তানের ম্যাচের উপর নির্ভর করছিল হরমনপ্রীতদের টিকে থাকার লড়াই। কিন্তু ভারতের সমর্থন পেয়েও ব্যর্থ হল পাকিস্তান। ভারতকে সেমিফাইনালে যেতে হলে পাকিস্তানকে শুধু ম্যাচ জিতলেই হয়ে যেত। কিন্তু তা হয়নি।

সোমবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দল। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১০ রান করে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ১১.৪ ওভারে মাত্র ৫৬ রানেই শেষ হয় পাক মহিলা দলের ইনিংস। প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন ইডেন কারসন। তিনি ৩ ওভার বল করে ৭ রানের বিনিময়ে ২ উইকেট নেন। এই জয়ের ফলে গ্রুপ 'এ' থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠল নিউজিল্যান্ড।

অন্যদিকে গ্রুপ 'বি' থেকে আজ চূড়ান্ত হবে সেমিফাইনালের দুই দল। আজ মুখোমুখি হবে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। ৩ ম্যাচে ৬ পয়েন্ট রয়েছে ব্রিটিশদের। ৩ ম্যাচে ৪ পয়েন্ট রয়েছে ক্যারিবিয়নদের। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে ইংল্যান্ড যদি যেতে তাহলে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড সেমিফাইনালে যাবে। ওয়েস্ট ইন্ডিজ জয়ী হলে রান রেটের নিরিখে বিচার হবে কোন দুই দল গ্রুপ 'বি' থেকে সেমিফাইনালে যোগ্যতা অর্জন করবে।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in