ICC Rankings: রোহিতের নেতৃত্বে ইতিহাস! অস্ট্রেলিয়াকে সরিয়ে টেস্টেও শীর্ষস্থান ভারতের

এই প্রথম টি-২০, ওডিআই ও টেস্ট - ক্রিকেটের তিনটি ফর্ম্যাটেই আইসিসি ব়্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত।
টিম ইন্ডিয়া
টিম ইন্ডিয়াছবি - কলকাতা নাইট রাইডার্সের ট্যুইটার হ্যান্ডেল

বর্ডার-গাভাসকার ট্রফির দ্বিতীয় টেস্ট শুরুর আগেই খুশির খবর ভারতের। নাগপুরে অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করার ফলে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং-র শীর্ষস্থানে জায়গা করে নিল টিম ইন্ডিয়া। টেস্ট র‍্যাঙ্কিং-এ অস্ট্রেলিয়াকেই সিংহাসনচ্যুত করল রোহিত বাহিনী। সেইসঙ্গে রোহিতের নেতৃত্বাধীন ভারত গড়লো ইতিহাসও। এই প্রথম টি-২০, ওডিআই ও টেস্ট- তিন ফর্ম্যাটেই আইসিসি ব়্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত।

গতমাসে নিউজিল্যান্ডকে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হারিয়ে ওডিআই ফরম্যাটের শীর্ষে উঠে এসেছিল ভারত। টি-২০ ফরম্যাটে শীর্ষস্থান দখল করেছিল তার আগেই। এ বার টেস্টেও শীর্ষে রোহিত বাহিনী। নাগপুরে টেস্ট জয়ের পর ভারতের সংগ্রহ ১১৫ রেটিং পয়েন্ট।

শীর্ষে থাকা অস্ট্রেলিয়া নেমে গিয়েছে দুই নম্বরে। তাদের বর্তমান রেটিং পয়েন্ট ১১১। ১০৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইংল্যান্ড। চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ১০০। ৮৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে দক্ষিণ আফ্রিকা। দলগত র‍্যাঙ্কিং-এ ছয় নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের পয়েন্ট ৭৯। সপ্তম স্থানে থাকা পাকিস্তানের পয়েন্ট ৭৭। ৭৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে শ্রীলঙ্কা। নবম ও দশম স্থানে যথাক্রমে বাংলাদেশ এবং জিম্বাবোয়ে। বাংলাদেশের পয়েন্ট ৪৬ এবং জিম্বাবোয়ের ২৫।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের বর্ডার-গাভাসকার সিরিজ ড্র করলেই শীর্ষস্থান দখলে রাখবে ভারত। আর জিতলে অস্ট্রেলিয়ার থেকে ব্যবধান বাড়িয়ে সিংহাসন মজবুত করবে। অস্ট্রেলিয়াকে সিংহাসন ফিরে পেতে হলে এই সিরিজ জিততে হবে।

টিম ইন্ডিয়া
দিল্লি টেস্টে দেখা যেতে পারে রেকর্ডের ফুলঝুরি, কোন কোন রেকর্ডের দোরগোড়ায় ক্রিকেটাররা?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in