ICC ODI Rankings: ওডিআই র‌্যাংকিংয়ে পিছিয়ে পড়লেন মিতালি-ঝুলন, শীর্ষ দশে ফিরে এলেন স্মৃতি মন্ধনা

বিশ্বকাপের মঞ্চে ব্যাট হাতে একদমই প্রদর্শন করতে পারছেন না মিতালি রাজ। বিশ্বকাপের ছয় ম্যাচ মিলিয়ে এখনও পর্যন্ত মাত্র ১১৪ রান সংগ্রহ করেছেন মিতালি রাজ।
মিতালি রাজ  এবং ঝুলন গোস্বামী
মিতালি রাজ এবং ঝুলন গোস্বামীফাইল ছবি সংগৃহীত
Published on

বিশ্বকাপের মঞ্চে ব্যাট হাতে একদমই প্রদর্শন করতে পারছেন না মিতালি রাজ। বিশ্বকাপের ছয় ম্যাচ মিলিয়ে এখনও পর্যন্ত মাত্র ১১৪ রান সংগ্রহ করেছেন মিতালি রাজ। ইনিংস বলতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই কেবল অর্ধ শতরান করেন। আজ বাংলাদেশের বিরুদ্ধে আবার গোল্ডেন ডাক হয়ে ফিরতে হয় তাঁকে। ব্যাট হাতে ব্যর্থতার কারণেই এবার আইসিসি র‌্যাংকিং-এ আবারও পিছিয়ে পড়লেন মিতালি।

সদ্য প্রকাশিত মহিলাদের আইসিসি ওডিআই র‌্যাংকিং-এ ব্যাটারদের তালিকায় একধাপ পিছিয়ে আট নম্বরে নেমে গিয়েছেন মিতালি রাজ। বিশ্বকাপ শুরু থেকেই মহিলাদের র‌্যাংকিং-এ ক্রমশ নীচের দিকে নামছেন ভারত অধিনায়ক। গত র‌্যাংকিং তালিকায় তিন ধাপ পিছিয়ে সাত নম্বরে চলে গিয়েছিলেন তিনি। এবার আরও নীচে নামলেন। মিতালির রেটিং পয়েন্ট ৬৯৬।

ভারতীয়দের মধ্যে ব্যাটারদের ক্রমতালিকায় উন্নতি ঘটিয়েছেন স্মৃতি মন্ধনা। ৬৬৩ রেটিং পয়েন্ট নিয়ে দশ নম্বরে রয়েছেন তিনি। ৭৩০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হেলি। ৭২৫ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে বেথ মুনি। তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ডট। তাঁর রেটিং পয়েন্ট ৭২০।

বোলারদের তালিকায় ঝুলন গোস্বামী এক ধাপ পিছিয়ে সাত নম্বরে চলে গিয়েছেন। তবে অল-রাউন্ডারদের তালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছেন তিনি। অল-রাউন্ডারদের মধ্যে ৯ নম্বরে রয়েছেন তিনি। অল-রাউন্ডারদের মধ্যে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার এলিস পেরী।

৭৭৩ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের র‌্যাংকিং-এ শীর্ষে রয়েছেন সোফি একলেস্টোন।১৪ নম্বরে রয়েছেন ভারতের রাজেশ্বরী গায়কোয়াড়। ১৭ নম্বরে রয়েছেন দীপ্তি শর্মা এবং ১৯ নম্বরে রয়েছেন পুনম যাদব।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in