
মঙ্গলবার কার্যত একা হাতেই ব্রিটিশদের গুঁড়িয়ে দেন জসপ্রীত বুমরাহ। ওভালে ৭.২ ওভার বল করে ১৯ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ৬ টি উইকেট। ওয়ান ডে কেরিয়ারের সেরা বোলিং করার পরের দিনই ভারতের স্পিড স্টার পেলেন খুশির খবর। সদ্য প্রকাশিত আইসিসি র্যাংকিং-এ তিন ধাপ এগিয়ে শীর্ষস্থান দখল করলেন জসপ্রীত।
বুমরাহ সিংহাসন দখল করায় দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। তৃতীয় স্থানে পাক পেসার শাহিন আফ্রিদি। চতুর্থ স্থানে রয়েছেন অজি পেসার জস হেজেলউড এবং পঞ্চম স্থানে আফগান স্পিনার মুজিব-উর রহমান।
২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বোল্টের কাছে শীর্ষস্থান হারিয়েছিলেন বুমরাহ। তার আগে দু'বছরের বেশিরভাগ সময়ই শীর্ষে ছিলেন তিনি। এবার আবারও সিংহাসন দখল করলেন। তবে আইসিসির বিচারে সেরা হলেও বর্তমানে বুমরাহর লক্ষ্য ব্রিটিশদের বিরুদ্ধে সিরিজ জয়। বৃহস্পতিবার লর্ডসে ব্রিটিশদের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে মাঠে নামবে টিম ইন্ডিয়া। আগামীকাল জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে ভারতের।
মঙ্গলবার কেনিংটন ওভালে ইংল্যান্ডকে দশ উইকেটে হারিয়ে সিরিজের প্রথম ওডিআই ম্যাচ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। বুমরাহর ৬ উইকেট এবং মহম্মদ শামির ৩ উইকেটের সৌজন্যে মাত্র ১১০ রানেই ব্রিটিশদের অল আউট করে রোহিত বাহিনী। মাত্র ১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান ম্যাচ জিতিয়েই সাজঘরে ফেরেন। রোহিত অপরাজিত থাকেন ৭৬* রানে এবং ধাওয়ান অপরাজিত থাকেন ৩১* রানে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন