টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ ICC-র, বাবরের নেতৃত্বাধীন এই দলে নেই কোনো ভারতীয়

বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত পাকিস্তানের দৌড় ছিলো অসাধারণ। সুপার ১২-এর পাঁচ ম্যাচের পাঁচটিতেই জয় পায় তারা। তাছাড়া ব্যাট হাতে দুরন্ত ফর্ম দেখিয়েছেন বাবর আজম।
বাবর আজম
বাবর আজমফাইল ছবি সংগৃহীত
Published on

২০২১ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। গতরাতে পড়শি দেশ নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথম বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাদ পেয়েছে ৫০ ওভারের বিশ্বকাপে পাঁচটি শিরোপা জয়ী দেশটি।বিশ্বকাপের শেষেই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা প্রকাশ করেছে টুর্নামেন্টের সেরা একাদশ দল। আইসিসির প্রকাশিত এই দলে চমক বলতে একাদশে নেই কোনো ভারতীয় ক্রিকেটার। অন্যান্য বার শিরোপা না জিতলেও ভারতীয় দলের অন্তত একজন ক্রিকেটার জায়গা করে নিয়েছেন আইসিসির একাদশে। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আইসিসি প্রকাশিত এই দলে কিন্তু জায়গা হয়নি ভারতের কোনো ক্রিকেটারের।

আইসিসি প্রকাশিত এই দলে অধিনায়কের ভূমিকায় রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এই বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত পাকিস্তানের দৌড় ছিলো অসাধারণ। সুপার ১২-এর পাঁচ ম্যাচের পাঁচটিতেই জয় পায় তারা। তাছাড়া ব্যাট হাতে দুরন্ত ফর্ম দেখিয়েছেন বাবর আজম। ৩০৩ রান করে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই।

দলে ওপেনারের ভূমিকায় রাখা হয়েছে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবং ইংল্যান্ডের জস বাটলারকে। ডেভিড ওয়ার্নার এই টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন। ব্যাট হাতে ২৮৯ রান করেছেন তিনি। ইংল্যান্ডের হয়ে জস বাটলার গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। ২৬৯ রান করে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই।

মিডিল অর্ডারে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার এডেন মার্করাম এবং শ্রীলঙ্কার চরিথ আসালাঙ্কা। ইংলিশ অলরাউন্ডার মঈন আলি রয়েছেন দলে। দুই স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং অ্যাডাম জাম্পাকে বেছে নেওয়া হয়েছে। পেসারদের মধ্যে নেওয়া হয়েছে ট্রেন্ট বোল্ট, জস হেজেলউড এবং এনরিচ নর্তজেকে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in