'চোট সারিয়ে খুব তাড়াতাড়ি রিংয়ে ফিরবো' - কলকাতায় এসে জানালেন মেরি কম

মেরি কম জানান, চোট আমার অনেকটা সেরেছে। আগামী ২-৩ মাসের মধ্যে আশা করি অনুশীলনে নামতে পারবো।
কলকাতার একটি অনুষ্ঠানে মেরি কম
কলকাতার একটি অনুষ্ঠানে মেরি কমছবি - সংগৃহীত
Published on

রবিবার সন্ধ্যায় নামকরা একটি গয়না প্রস্তুতকারী সংস্থার অনুষ্ঠানে যোগ দেন ২০১২ লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী বক্সার মেরি কম। বক্সিংয়ে তরুণ প্রজন্মর কাছে আদর্শ মেরি। তবে মেরি কম এখানেই থেমে থাকতে চান না। তাঁর টার্গেট পরবর্তী মেরিদের তৈরী করা।

মেরি কম জানান, আমি পরবর্তী বক্সারদের তৈরী করতে চাই। সেই কারণে নিজের অ্যাকাডেমির দিকে নজর দিচ্ছি। কলকাতাতেও অনেক ভালো প্রতিভা আছে। চোট আমার অনেকটা সেরেছে। আগামী ২-৩ মাসের মধ্যে আশা করি অনুশীলনে নামতে পারবো।

পরের প্যারিস অলিম্পিক্সে কি নামতে পারবেন? এখনও নিশ্চয়তা দিতে পারলেন না এই মণিপুরী কন্যা। মেরি কম আরও জানান, জীবনে কঠিন সময় আসলেই তিনি মাঝে মাঝেই বিচলিত হয়ে পড়েন। আবার সেখান থেকে ঘুরেও দাঁড়ান। একসময় আত্মহত্যা করার কথাও নাকি ভেবেছিলেন মেরি।

তাঁর কথায়, 'আমার বাবা-মা খুব কষ্ট করে পাসপোর্ট বানিয়ে দিয়েছিলেন। ট্রেনে সফরের সময় তা হারিয়ে যায়। ওই সময় এতটাই বিচলিত হয়ে পড়ি আত্মহত্যার চেষ্টাও করি। দীর্ঘদিন রিংয়ের বাইরে থাকাটা কষ্ট দিচ্ছে। কিন্তু এখনও নেতিবাচক ভাবনা আসেনি আমার। সবসময় পজিটিভ থাকি। খুব ভালোভাবে ফিরব এই আশা রাখি।'

উল্লখ্য, ওই গয়না প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে মেরি কমকে কুড়ি লক্ষ টাকার আর্থিক পুরস্কার দেওয়া হয়। একইসঙ্গে একটি সুদৃশ্য বক্সিং গ্লাভসের আদলে ট্রফিও দেওয়া হয়।

কলকাতার একটি অনুষ্ঠানে মেরি কম
পদক জিতলে দেশের গর্ব বলে টুইট, এখন চুপ কেন? - কুস্তিগীরদের পাশে দাঁড়িয়ে মোদীকে নিশানা প্রিয়াঙ্কার
কলকাতার একটি অনুষ্ঠানে মেরি কম
Real Madrid : মড্রিচের চোট, দেল রে'র ফাইনাল এবং চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালের আগে বড় ধাক্কা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in