'তোমাকে মিস করি', ওয়ার্নের মৃত্যু বার্ষিকীতে আবেগঘন পোস্ট শচীন তেন্ডুলকরের

গত বছর আজকের দিনেই শোকস্তব্ধ হয়ে পড়েছিল ক্রিকেট বিশ্ব। থাইল্যান্ডে বেড়াতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিকভাবে প্রয়াত হন শেন ওয়ার্ন। অজি কিংবদন্তীর আজ (শনিবার) প্রথম মৃত্যু বার্ষিকী।
'তোমাকে মিস করি', ওয়ার্নের মৃত্যু বার্ষিকীতে আবেগঘন পোস্ট শচীন তেন্ডুলকরের

২০২২ সালের ৪ মার্চ। গত বছর আজকের দিনেই শোকস্তব্ধ হয়ে পড়েছিল ক্রিকেট বিশ্ব। থাইল্যান্ডে বেড়াতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিকভাবে প্রয়াত হন শেন ওয়ার্ন। অজি কিংবদন্তীর আজ (শনিবার) প্রথম মৃত্যু বার্ষিকী। প্রিয় বন্ধুকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় এক হৃদয়স্পর্শী পোস্ট করলেন আর এক কিংবদন্তী শচীন তেন্ডুলকর।

ওয়ার্নের সাথে বসে থাকার পুরোনো একটি ছবি পোস্ট করেন শচীন। ট্যুইটে লেখেন, "আমরা মাঠে কিছু স্মরণীয় ম্যাচ খেলেছি এবং তার পরেও একইভাবে স্মরণীয় মুহূর্তগুলি ভাগ করেছি। আমি তোমাকে শুধু একজন মহান ক্রিকেটার হিসেবেই মিস করি না, একজন ভালো বন্ধু হিসেবেও মিস করি। আমি নিশ্চিত যে আপনি আপনার রসবোধ এবং ক্যারিশমা দিয়ে স্বর্গকে আগের চেয়ে আরও আকর্ষণীয় করে তুলছেন, ওয়ার্নি!"

আন্তর্জাতিক ক্রিকেটে ১০০১ উইকেটের মালিক শেন ওয়ার্ন। টেস্ট ক্রিকেটে নিয়েছেন ৭০৮ উইকেট। একদিনের ক্রিকেটে নিয়েছেন ২৯৩ উইকেট। শচীন তেন্ডুলকর এবং শেন ওয়ার্ন একে অপরের মুখোমুখি হয়েছিলেন মোট ২৯ বার। যার মধ্যে ৪ বার শচীনকে ফিরিয়েছিলেন অজি গ্রেট। মাঠের বাইরে এই দুজনের বন্ধুত্ব সম্পূর্ণ ক্রিকেট বিশ্বের কাছে অজানা নয়।

শুধু শচীন নয়। আজকের দিনে ওয়ার্নকে স্মরণ করেছেন তাঁর অগণিত অনুরাগীরা। ওয়ার্নের খুব কাছের বন্ধু গিলক্রিস্ট লিখেছেন, অ্যাডাম গিলক্রিস্ট লিখেছেন যে, "যে মানুষটি আমাকে একটি স্বপ্ন তাড়া করতে অনুপ্রাণিত করেছে এবং যে মানুষটি আপনার কাছে স্বপ্ন ছিল... আপনি উভয়ই চালিয়ে যাচ্ছেন।"

আইপিএলের প্রথম মরশুমে রাজস্থান রয়্যালসকে চ্যাম্পিয়ন করেছিলেন ওয়ার্ন। রাজস্থান রয়্যালসও তাঁকে স্মরণ করলো ট্যুইট বার্তায়। এছাড়াও ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন, শেন ওয়াটসন সহ অনেক প্রাক্তন খেলোয়াড় আজকের দিনে স্মরণ করছেন অজি কিংবদন্তীকে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in