FIFA World Cup 22: ফুটবল বিশ্বকাপে কেমন হলো গ্রুপ 'বি'-র ৪ দেশের দল গঠন? একনজরে দেখা যাক

গ্রুপ 'বি'-তে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ইরান, ওয়েলস। হাড্ডহাড্ডি লড়াইয়ের আশা করছেন ফুটবল বিশেষজ্ঞরা।
FIFA World Cup 22: ফুটবল বিশ্বকাপে কেমন হলো গ্রুপ 'বি'-র ৪ দেশের দল গঠন? একনজরে দেখা যাক
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন

আর মাত্র ২ দিনের অপেক্ষা। তারপরেই শুরু হবে ফুটবলের বিশ্বযুদ্ধ। ২০২২ কাতার বিশ্বকাপে মোট ৩২টি দেশ অংশগ্রহণ করেছে। ৪টে করে দেশ আছে মোট ৮টা গ্রুপে। গ্রুপ 'বি'-তে আছে ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান ও ওয়েলস। বিস্তারিত দেখুন (স্কোয়াড সহ)।

ইরানের চার তারকা
ইরানের চার তারকাছবি - ফিফা ওয়ার্ল্ড কাপের ট্যুইটার হ্যান্ডেল

ইরান

গোলরক্ষক: আলিরেজা বেইরানভান্দ, আমির আবেদজাদেহ, সৈয়দ হোসেন হোসেইনি, পায়াম নিয়াজমান্দ।

ডিফেন্ডার: এহসান হাজসাফি, মোর্তেজা পৌরালিগঞ্জি, রামিন রেজাইয়ান, মিলাদ মোহাম্মদী, হোসেন কানানিজাদেগান, শোজায়ে খলিলজাদেহ, সাদেগ মোহাররামি, রুজবেহ চেশমি, মাজিদ হোসেইনি, আবুলফজল জালালী।

মিডফিল্ডার: আহমদ নূরুল্লাহি, সামান ঘোদ্দোস, ওয়াহিদ আমিরি, সাইদ এজাতোলাহি, আলীরেজা জাহানবখশ, মেহেদি তোরাবি, আলী ঘোলিজাদেহ, আলী করিমি।

ফরোয়ার্ড: করিম আনসারিফার্ড, সরদার আজমাউন, মেহেদি তারেমি।

ওয়েলস দল
ওয়েলস দলছবি - ওয়েলসের ট্যুইটার হ্যান্ডেল

ওয়েলস

গোলরক্ষক: ওয়েন হেনেসি, ড্যানি ওয়ার্ড, অ্যাডাম ডেভিস।

ডিফেন্ডার: বেন ডেভিস, বেন কাবাঙ্গো, টম লকিয়ার, জো রোডন, ক্রিস মেফাম, ইথান আমপাদু, ক্রিস গুন্টার, নেকো উইলিয়ামস, কনর রবার্টস।

মিডফিল্ডার: সোর্বা থমাস, জো অ্যালেন, ম্যাথু স্মিথ, ডিলান লেভিট, হ্যারি উইলসন, জো মরেল, জনি উইলিয়ামস, অ্যারন রামসে, রুবিন কলউইল।

ফরোয়ার্ড: গ্যারেথ বেল, কিফার মুর, মার্ক হ্যারিস, ব্রেনান জনসন, ড্যান জেমস।

মার্কিন যুক্তরাষ্ট্রের ফুল স্কোয়াড
মার্কিন যুক্তরাষ্ট্রের ফুল স্কোয়াডছবি - U.S. Men's National soccer Team-র ট্যুইটার হ্যান্ডেল

মার্কিন যুক্তরাষ্ট্র

গোলরক্ষক: ইথান হরভাথ, ম্যাট টার্নার, শন জনসন।

ডিফেন্ডার: জো স্কালি, সার্জিনো ডেস্ট, ক্যামেরন কার্টার-ভিকার্স, অ্যারন লং, ওয়াকার জিমারম্যান, শাক মুর, ডিঅ্যান্ড্রে ইয়েডলিন, টিম রেম, অ্যান্টোনি রবিনসন।

মিডফিল্ডার: ক্রিশ্চিয়ান রোল্ডান, কেলিন অ্যাকোস্টা, লুকা দে লা টোরে, ইউনুস মুসাহ, ওয়েস্টন ম্যাককেনি, টাইলার অ্যাডামস, ব্রেন্ডেন অ্যারনসন।

ফরোয়ার্ড: জর্ডান মরিস, জেসুস ফেরেইরা, ক্রিশ্চিয়ান পুলিসিক, জশ সার্জেন্ট, জিওভানি রেইনা, টিমোথি উয়া, হাজি রাইট।

ইংল্যান্ড দলের স্ট্রাইকাররা
ইংল্যান্ড দলের স্ট্রাইকাররাছবি - ইংল্যান্ডের ট্যুইটার হ্যান্ডেল

ইংল্যান্ড

গোলরক্ষক: জর্ডান পিকফোর্ড, নিক পোপ, অ্যারন রামসডেল।

ডিফেন্ডার: হ্যারি ম্যাগুয়ার, জন স্টোনস, কাইল ওয়াকার, লুক শ, কিয়েরান ট্রিপিয়ার, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, এরিক ডিয়ের, কনর কোডি, বেন হোয়াইট।

মিডফিল্ডার: ডেক্লান রাইস, জুড বেলিংহাম, জর্ডান হেন্ডারসন, ম্যাসন মাউন্ট, ক্যালভিন ফিলিপস, জেমস ম্যাডিসন, কনর গ্যালাঘের।

ফরোয়ার্ড: হ্যারি কেন, ফিল ফোডেন, রাহিম স্টার্লিং, মার্কাস রাশফোর্ড, বুকায়ো সাকা, জ্যাক গ্রিলিশ, ক্যালাম উইলসন।

গ্রুপ 'বি'-র প্রথম ম্যাচ হবে ইংল্যান্ড ও ইরানের মধ্যে, ২১ নভেম্বর। দ্বিতীয় ম্যাচ খেলবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েলস, ২২ নভেম্বর। সবমিলিয়ে হাড্ডহাড্ডি লড়াইয়ের আশা করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

FIFA World Cup 22: ফুটবল বিশ্বকাপে কেমন হলো গ্রুপ 'বি'-র ৪ দেশের দল গঠন? একনজরে দেখা যাক
FIFA World Cup 22: কাতারের ঐতিহ্যবাহী খলিফা স্টেডিয়াম সম্পর্কে নয়া তথ্য জেনে নিন

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in