FIFA World Cup 22: ফুটবল বিশ্বকাপে কেমন হলো গ্রুপ 'বি'-র ৪ দেশের দল গঠন? একনজরে দেখা যাক
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন

FIFA World Cup 22: ফুটবল বিশ্বকাপে কেমন হলো গ্রুপ 'বি'-র ৪ দেশের দল গঠন? একনজরে দেখা যাক

গ্রুপ 'বি'-তে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ইরান, ওয়েলস। হাড্ডহাড্ডি লড়াইয়ের আশা করছেন ফুটবল বিশেষজ্ঞরা।
Published on

আর মাত্র ২ দিনের অপেক্ষা। তারপরেই শুরু হবে ফুটবলের বিশ্বযুদ্ধ। ২০২২ কাতার বিশ্বকাপে মোট ৩২টি দেশ অংশগ্রহণ করেছে। ৪টে করে দেশ আছে মোট ৮টা গ্রুপে। গ্রুপ 'বি'-তে আছে ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান ও ওয়েলস। বিস্তারিত দেখুন (স্কোয়াড সহ)।

ইরানের চার তারকা
ইরানের চার তারকাছবি - ফিফা ওয়ার্ল্ড কাপের ট্যুইটার হ্যান্ডেল

ইরান

গোলরক্ষক: আলিরেজা বেইরানভান্দ, আমির আবেদজাদেহ, সৈয়দ হোসেন হোসেইনি, পায়াম নিয়াজমান্দ।

ডিফেন্ডার: এহসান হাজসাফি, মোর্তেজা পৌরালিগঞ্জি, রামিন রেজাইয়ান, মিলাদ মোহাম্মদী, হোসেন কানানিজাদেগান, শোজায়ে খলিলজাদেহ, সাদেগ মোহাররামি, রুজবেহ চেশমি, মাজিদ হোসেইনি, আবুলফজল জালালী।

মিডফিল্ডার: আহমদ নূরুল্লাহি, সামান ঘোদ্দোস, ওয়াহিদ আমিরি, সাইদ এজাতোলাহি, আলীরেজা জাহানবখশ, মেহেদি তোরাবি, আলী ঘোলিজাদেহ, আলী করিমি।

ফরোয়ার্ড: করিম আনসারিফার্ড, সরদার আজমাউন, মেহেদি তারেমি।

ওয়েলস দল
ওয়েলস দলছবি - ওয়েলসের ট্যুইটার হ্যান্ডেল

ওয়েলস

গোলরক্ষক: ওয়েন হেনেসি, ড্যানি ওয়ার্ড, অ্যাডাম ডেভিস।

ডিফেন্ডার: বেন ডেভিস, বেন কাবাঙ্গো, টম লকিয়ার, জো রোডন, ক্রিস মেফাম, ইথান আমপাদু, ক্রিস গুন্টার, নেকো উইলিয়ামস, কনর রবার্টস।

মিডফিল্ডার: সোর্বা থমাস, জো অ্যালেন, ম্যাথু স্মিথ, ডিলান লেভিট, হ্যারি উইলসন, জো মরেল, জনি উইলিয়ামস, অ্যারন রামসে, রুবিন কলউইল।

ফরোয়ার্ড: গ্যারেথ বেল, কিফার মুর, মার্ক হ্যারিস, ব্রেনান জনসন, ড্যান জেমস।

মার্কিন যুক্তরাষ্ট্রের ফুল স্কোয়াড
মার্কিন যুক্তরাষ্ট্রের ফুল স্কোয়াডছবি - U.S. Men's National soccer Team-র ট্যুইটার হ্যান্ডেল

মার্কিন যুক্তরাষ্ট্র

গোলরক্ষক: ইথান হরভাথ, ম্যাট টার্নার, শন জনসন।

ডিফেন্ডার: জো স্কালি, সার্জিনো ডেস্ট, ক্যামেরন কার্টার-ভিকার্স, অ্যারন লং, ওয়াকার জিমারম্যান, শাক মুর, ডিঅ্যান্ড্রে ইয়েডলিন, টিম রেম, অ্যান্টোনি রবিনসন।

মিডফিল্ডার: ক্রিশ্চিয়ান রোল্ডান, কেলিন অ্যাকোস্টা, লুকা দে লা টোরে, ইউনুস মুসাহ, ওয়েস্টন ম্যাককেনি, টাইলার অ্যাডামস, ব্রেন্ডেন অ্যারনসন।

ফরোয়ার্ড: জর্ডান মরিস, জেসুস ফেরেইরা, ক্রিশ্চিয়ান পুলিসিক, জশ সার্জেন্ট, জিওভানি রেইনা, টিমোথি উয়া, হাজি রাইট।

ইংল্যান্ড দলের স্ট্রাইকাররা
ইংল্যান্ড দলের স্ট্রাইকাররাছবি - ইংল্যান্ডের ট্যুইটার হ্যান্ডেল

ইংল্যান্ড

গোলরক্ষক: জর্ডান পিকফোর্ড, নিক পোপ, অ্যারন রামসডেল।

ডিফেন্ডার: হ্যারি ম্যাগুয়ার, জন স্টোনস, কাইল ওয়াকার, লুক শ, কিয়েরান ট্রিপিয়ার, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, এরিক ডিয়ের, কনর কোডি, বেন হোয়াইট।

মিডফিল্ডার: ডেক্লান রাইস, জুড বেলিংহাম, জর্ডান হেন্ডারসন, ম্যাসন মাউন্ট, ক্যালভিন ফিলিপস, জেমস ম্যাডিসন, কনর গ্যালাঘের।

ফরোয়ার্ড: হ্যারি কেন, ফিল ফোডেন, রাহিম স্টার্লিং, মার্কাস রাশফোর্ড, বুকায়ো সাকা, জ্যাক গ্রিলিশ, ক্যালাম উইলসন।

গ্রুপ 'বি'-র প্রথম ম্যাচ হবে ইংল্যান্ড ও ইরানের মধ্যে, ২১ নভেম্বর। দ্বিতীয় ম্যাচ খেলবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েলস, ২২ নভেম্বর। সবমিলিয়ে হাড্ডহাড্ডি লড়াইয়ের আশা করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

FIFA World Cup 22: ফুটবল বিশ্বকাপে কেমন হলো গ্রুপ 'বি'-র ৪ দেশের দল গঠন? একনজরে দেখা যাক
FIFA World Cup 22: কাতারের ঐতিহ্যবাহী খলিফা স্টেডিয়াম সম্পর্কে নয়া তথ্য জেনে নিন

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in