শ্রীলঙ্কা সফরে দলে ডাক পাবেন - আশাবাদী 'চায়নাম্যান' কুলদীপ যাদব

নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এবং ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে সুযোগ না পাওয়ায় হতাশ কুলদীপ যাদব। আসন্ন শ্রীলঙ্কা সফরে যে তিনি দলে থাকবেন তা নিয়ে আশাবাদী এই স্পিনার।
কুলদীপ যাদব
কুলদীপ যাদবফাইল ছবি সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এবং ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে সুযোগ না পাওয়ায় হতাশ কুলদীপ যাদব। ইংল্যান্ড না যেতে পারলেও আসন্ন শ্রীলঙ্কা সফরে যে তিনি দলে থাকবেন তা নিয়ে আশাবাদী এই স্পিনার। কুলদীপকে ইংল্যান্ড সফরে ভারতীয় দলে না নেওয়ায় প্রশ্ন উঠেছিলো একাধিক মহলে। এবার এবিষয়ে নিজে মুখ খুললেন বাঁ হাতি চায়নাম্যান।

কুলদীপ জানায়, "ভারতীয় দলের অংশ না হতে পেরে আমি হতাশ। তার কারণ আমি গিয়ে খেলতে চেয়েছিলাম এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চেয়েছিলাম। এরকম ঘটলে আপনি দুঃখিত হবেন, তবে আগামী সুযোগের জন্যও আপনাকে প্রস্তুত থাকতে হবে।"

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলতে না পারলেও জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে সুযোগ পাওয়ার জন্য আশাবাদী। কুলদীপ বলেন," আমি সেখানে (ইংল্যান্ডে) যাইনি, তাই আশা করি আমি শ্রীলঙ্কায় গিয়ে খেলার সুযোগ পাবো। ক্রিকেট চালিয়ে যাওয়া উচিত। দলে না থাকায় প্রতিটি খেলোয়াড় দুঃখ পান, প্রত্যেকেই দলে থাকতে চায় কিন্তু মাঝে মাঝে পরিস্থিতি এমন হয় যে আপনি দলের অংশ হতে পারেন না।"

ভারতের হয়ে এখনও পর্যন্ত সাতটি টেস্ট খেলেছেন কুলদীপ যাদব। ২৬ টি উইকেট রয়েছে এই বাঁ হাতি চায়নাম্যানের ঝুলিতে। ৬৩ টি একদিনের ম্যাচ খেলে সংগ্রহ করেছেন ১০৫ উইকেট।

ভারত ১৮ ই জুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাউদাম্পটনে নামবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। এরপর আগস্টের ৪ তারিখ থেকে নটিংহ্যামে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে বিরাট বাহিনী।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in