

এশিয়া কাপে যোগ্যতা অর্জন করল হংকং। সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়ে ভারতের গ্রুপে স্থান পেল নিজাকত খানের দল।
বুধবার এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মুখোমুখি হয় হংকং ও সংযুক্ত আরব আমিরশাহী। টসে জিতে বোলিং-র সিদ্ধান্ত নেয় হংকং। প্রথমে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৩ বলে ১০ উইকেট হারিয়ে ইউএই ১৪৭ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেটের বিনিময়ে ১৯ ওভারেই ১৪৯ রান করে ম্যাচ জিতে নেয় হংকং।
হংকং-র হয়ে সর্বোচ্চ রান করেন ইয়াসিম মুর্তাজা। ৪৩ বলে ৫৮ রান করেন তিনি। ৩৯ বলে ৩৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক নিজাকত খান। মাত্র ২৬ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি।
ম্যাচে হংকং-র বোলিংও ছিল দেখার মতো। এহসান খান ৪ ওভারে ২৪ রান দিয়ে ৪ টি উইকেট পান। আয়ুশ শুক্লার ঝুলিতে যায় ৩ টি উইকেট। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ জেতার সুবাদে এশিয়া কাপ ২০২২-এ কোয়ালিফাইও করল তারা। যদিও হংকং-র এশিয়া কাপের ইতিহাস খুব একটা উজ্জ্বল নয়।
২০০৪, ২০০৮ সালে প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হয় তাদের। ২০১০-১৬ পর্যন্ত দীর্ঘ ছয় বছর হংকং এশিয়া কাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়। ২০১৮ সালে যোগ্যতা অর্জন করলেও প্রথম রাউন্ডেই তাদেরকে থামতে হয়। চলতি বছরে আবার তারা যোগ্যতা অর্জন করায় হংকংবাসী বেশ খুশি। তবে এখন দেখার বিষয় তারা কতটা লড়াই করবে শক্তিশালী দলগুলির বিরুদ্ধে। উল্লেখ্য, এরপর ৩১ আগস্ট ভারতের মুখোমুখি হবে হংকং। ২ সেপ্টেম্বর খেলবে পাকিস্তানের বিরুদ্ধে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন