Hockey Men's World Cup: বিশ্বকাপে হতাশাজনক প্রদর্শন, ভারতীয় কোচ গ্রাহাম রিডের পদত্যাগ

গ্রাহাম রিডের হাত ধরেই অলিম্পিকের মঞ্চে হৃত গৌরব ফিরে পেয়েছিল টিম ইন্ডিয়া। টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ের পর, ২০২২ সালের কমনওয়েলথ গেমসে রুপো জেতে ভারতীয় দল।
গ্রাহাম রিড
গ্রাহাম রিডছবি - সংগৃহীত

ঘরের মাঠে হকি বিশ্বকাপে হতাশ করেছে টিম ইন্ডিয়া। প্রত্যাশা পূরণ করতে পারেনি গ্রাহাম রিডের দল। হকি বিশ্বকাপ শেষের একদিন পরেই তাই সরে দাঁড়ালেন প্রধান কোচ গ্রাহাম রিড। সোমবার সকালে হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট দিলীপ তিরকের কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন টিম ইন্ডিয়ার অজি কোচ।

রিড তার অবসরের ঘোষণা করে বলেন, "এখন আমার সরে দাঁড়ানোর এবং পরবর্তী ব্যবস্থাপনার শাসনভার হস্তান্তর করার সময় এসেছে। টিম এবং হকি ইন্ডিয়ার সাথে কাজ করা সম্মান এবং সৌভাগ্যের বিষয় এবং আমি এই মহাকাব্যিক যাত্রার প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। আমি দলের জন্য শুভকামনা জানাই।"

গ্রাহাম রিডের হাত ধরেই অলিম্পিকের মঞ্চে হৃত গৌরব ফিরে পেয়েছিল টিম ইন্ডিয়া। টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ের পর ২০২২ সালের কমনওয়েলথ গেমসে রুপো জেতে এবং ২০২১-২২ প্রো লিগ মরশুমে তৃতীয় স্থান অধিকার করে ভারতীয় দল। কিন্তু বিশ্বকাপের মঞ্চে আশানুরূপ প্রদর্শন করতে পারেননি হরমনপ্রীতরা। ক্রসওভার ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে কোয়ার্টার ফাইনালেই উঠতে পারেনি ভারত। শেষমেশ যুগ্মভাবে নবম স্থানে থেকে বিশ্বকাপ অভিযান শেষ করতে হয়।

সোমবার সকালে একই সঙ্গে পদত্যাগ করেছেন ভারতীয় হকি দলের অ্যানালিটিক্যাল কোচ গ্রেগ ক্লার্ক ও সাইন্টিফিক অ্যাডভাইজর মিচেল ডেভিড পেম্বার্টনও।

গ্রাহাম রিড
সেলিব্রেশন করতে গিয়ে উল্টো ধরলেন জাতীয় পতাকা, কাপ ঘরে এনেও সমালোচনার মুখে শেফালি ভার্মা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in