১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে হকি বিশ্বকাপ। চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। ১৬টি দল খেলবে ওড়িশার দুটি স্টেডিয়ামে। আসন্ন বিশ্বকাপে অংশ নেবে মোট ১৬টি দেশ। চারটি করে দেশকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। কতটা শক্তিশালী হল গ্রুপগুলি? এফ আই এইচ র্যাঙ্কিং সহ একনজরে দেখে নিন ।
হকির গ্রুপগুলি ‘পুল’ (POOL) নামে পরিচিত। পুল এ-তে আছে অস্ট্রেলিয়া (১), দক্ষিণ আফ্রিকা (১৪), ফ্রান্স (১২) এবং আর্জেন্টিনা (৭)। পুল বি-তে রয়েছে ২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়ন বেলজিয়াম (২), জাপান (১৬), কোরিয়া (১০) এবং জার্মানি (৪)।
নেদারল্যান্ডস (৩), চিলি (২২), মালয়েশিয়া (১১) এবং নিউজিল্যান্ড (৯) রয়েছে পুল সি-তে। পুল ডি-তে আছে ভারত (৬), স্পেন (৮), ওয়েলস (১৫) এবং ইংল্যান্ড (৫)। প্রথম রাউন্ডের ম্যাচ শুরু হবে ১৩ জানুয়ারি। শেষ হবে ২০ জানুয়ারি।
পুল এ -
১৩ জানুয়ারি আর্জেন্টিনা বনাম দক্ষিণ আফ্রিকা (দুপুর ১টা), অস্ট্রেলিয়া বনাম ফ্রান্স (বিকেল ৩টে)। ১৬ জানুয়ারি ফ্রান্স বনাম দক্ষিণ আফ্রিকা (বিকেল ৫টা), আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া (সন্ধ্যা ৭টা)। ২০ জানুয়ারি অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা (দুপুর ১টা), ফ্রান্স বনাম আর্জেন্টিনা (বিকেল ৩টে)।
পুল বি -
১৪ জানুয়ারি, বেলজিয়াম বনাম দক্ষিণ কোরিয়া (বিকেল ৫টা), জার্মানি বনাম জাপান (সন্ধ্যা ৭টা)। ১৭ জানুয়ারি দক্ষিণ কোরিয়া বনাম জাপান (বিকেল ৫টা), জার্মানি বনাম বেলজিয়াম ( সন্ধ্যা ৭টা)। ২০ জানুয়ারি বেলজিয়াম বনাম জাপান (বিকেল ৫টা), দক্ষিণ কোরিয়া বনাম জার্মানি (সন্ধ্যা ৭টা)।
পুল সি -
১৪ জানুয়ারি, নিউজিল্যান্ড বনাম চিলি (দুপুর ১টা), নেদারল্যান্ডস বনাম মালেশিয়া (বিকেল ৩টে)। ১৬ জানুয়ারি মালেশিয়া বনাম চিলি (দুপুর ১টা), নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ডস (বিকেল ৩টে)। ১৯ জানুয়ারি মালেশিয়া বনাম নিউজিল্যান্ড (দুপুর ১টা), নেদারল্যান্ডস বনাম চিলি (বিকেল ৩টে)।
পুল ডি -
১৩ জানুয়ারি, ইংল্যান্ড বনাম ওয়েলস (বিকেল ৫টা), ভারত বনাম স্পেন (সন্ধ্যা ৭টা)। ১৫ জানুয়ারি স্পেন বনাম ওয়েলস (বিকেল ৫টা), ভারত বনাম ইংল্যান্ড (সন্ধ্যা ৭টা)। ১৯ জানুয়ারি স্পেন বনাম ইংল্যান্ড (বিকেল ৫টা), ভারত বনাম ওয়েলস (সন্ধ্যা ৭টা)।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন