Hockey Men's World Cup: দেখে নিন আগের ১৪টি সংস্করণের চ্যাম্পিয়নস ও রানার্স আপের তালিকা

Hockey Men's World Cup: দেখে নিন আগের ১৪টি সংস্করণের চ্যাম্পিয়নস ও রানার্স আপের তালিকা

১৩ জানুয়ারি থেকে ওড়িশায় পর্দা উঠছে এফআইএইচ হকি বিশ্বকাপের। এই প্রথমবার কোনো দেশ হিসেবে পরপর দুটি বিশ্বকাপ আয়োজন করছে ভারত। ২০১৮ সালে ভারতের ভুবনেশ্বরে বসেছিল ১৪ তম সংস্করণের আসর।

১৩ জানুয়ারি থেকে ওড়িশায় পর্দা উঠছে এফআইএইচ হকি বিশ্বকাপের। এই প্রথমবার কোনো দেশ পরপর দুটি বিশ্বকাপ আয়োজন করবে। তবে ২০১৮ সালের মতো কলিঙ্গ হকি স্টেডিয়ামেই কেবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে না। এবারের ভেন্যু হিসেবে রয়েছে রাউরকেল্লার বীরসা মুন্ডা হকি স্টেডিয়ামও। ১৬টি দল মেগা টুর্নামেন্টে শিরোপা জয়ের জন্য লড়াইয়ে নামছে। হকি বিশ্বকাপের ১৫ তম সংস্করণ শুরু হওয়ার আগে আজকের প্রতিবেদনে দেখে নেওয়া যাক পূর্বের ১৪ টি সংস্করণের প্রত্যেকটিতে কোন কোন দেশ খেতাব উঁচিয়ে ধরেছে, আর কোন দেশ সন্তুষ্ট থেকেছে রানার্স আপ হয়ে।

১৯৭১: স্পেনের বার্সেলোনায় হকি বিশ্বকাপের প্রথম আসর বসে ১৯৭১ সালে। প্রথমবার এই প্রতিযোগীতায় অংশ নিয়েছিল দশটি দেশ। আয়োজক স্পেনকে ফাইনালে ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে পাকিস্তান। ভারত প্রথম বিশ্বকাপ শেষ করে তৃতীয় স্থানে।

১৯৭৩: হকি বিশ্বকাপের দ্বিতীয় আসর বসে নেদারল্যান্ডসের আমস্টালভেনে। ১৯৭৩ সালের ১২ দলের টুর্নামেন্টে ভারতকে পেনাল্টি শুট আউটে হারিয়ে খেতাব জেতে স্বাগতিক নেদারল্যান্ডস। পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থান পায় পশ্চিম জার্মানি।

১৯৭৫: ১৯৭৫ সালে হকি বিশ্বকাপের তৃতীয় সংস্করণ অনুষ্ঠিত হয় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। যেখানে চিরপ্রতিদন্দ্বী পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে ভারত তাদের একমাত্র শিরোপা হাতে তোলে। ১২ দলের টুর্নামেন্টে তৃতীয় স্থানে শেষ করে পশ্চিম জার্মানি।

১৯৭৮: চতুর্থ সংস্করণ আয়োজিত হয় লাতিন আমেরিকায়। আর্জেন্টিনার রাজধানী বুয়েনেস এয়ার্সে বসে আসর। নেদারল্যান্ডসকে হারিয়ে নিজেদের দ্বিতীয় হকি বিশ্বকাপ জেতে পাকিস্তান। পশ্চিম জার্মানিকে হারিয়ে তৃতীয় স্থানে শেষ করে অস্ট্রেলিয়া। এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল ১৪ টি দল।

১৯৮২: হকি বিশ্বকাপের পঞ্চম আসর বসে ভারতে। বোম্বেতে অনুষ্ঠিত ১২ দলের এই টুর্নামেন্টে নিজেদের খেতাব ধরে রাখে পাকিস্তান। ফাইনালে পশ্চিম জার্মানিকে হারায় তারা। নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয় স্থানে শেষ করে অস্ট্রেলিয়া।

১৯৮৬: টানা দু'বার তৃতীয় স্থানে শেষ করার পর লন্ডন বিশ্বকাপে নিজেদের প্রথম হকি বিশ্বকাপ জিতে নেয় অস্ট্রেলিয়া। ১২ দলের টুর্নামেন্টে ইংল্যান্ডকে ফাইনালে ২-১ গোলে হারায় ক্যাঙ্গারুর দেশ। তৃতীয় স্থানে শেষ করে পশ্চিম জার্মানি।

১৯৯০: ১৯৯০ সালে লাহোরে প্রথম বারের মত বিশ্বকাপের আয়োজন করে পাকিস্তান। ১২ দলীয় টুর্নামেন্টে পাকিস্তানকে হারিয়ে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ জেতে নেদারল্যান্ডস। তৃতীয় স্থানে শেষ করে অস্ট্রেলিয়া।

১৯৯৪: অষ্টম সংস্করণে ফের বিশ্বকাপ জেতে পাকিস্তান। অস্ট্রেলিয়ার সিডনিতে নেদারল্যান্ডসকে হারিয়ে মধুর বদলা নেয় পাক দল। ১২ দলের টুর্নামেন্টে তৃতীয় স্থানে শেষ করে স্বাগতিক অস্ট্রেলিয়া।

১৯৯৮: নেদারল্যান্ডস তাদের ঘরের মাটিতে স্পেনকে হারিয়ে নিজেদের তৃতীয় খেতাব জেতে। তৃতীয় স্থানে শেষ করে জার্মানি। প্রতিযোগীতাটি অনুষ্ঠিত হয়েছিল ১২টি দলের মধ্যে।

২০০২: মালয়েশিয়ার কুয়ালালামপুরে বসে ২০০২ বিশ্বকাপের আসর। যেখানে অংশ নিয়েছিল ১৬ টি দল। অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার খেতাব জেতে জার্মানি। তৃতীয় স্থানে শেষ করে নেদারল্যান্ডস।

২০০৬: নেদারল্যান্ডসের পর দ্বিতীয় আয়োজক দেশ হিসেবে বিশ্বকাপ জেতে জার্মানি। টানা দ্বিতীয়বার খেতাব জয়ের লড়াইয়ে ফাইনালে অস্ট্রেলিয়াকে ৪-৩ ব্যবধানে হারিয়ে জয় পায় জার্মানরা। ১২ দলের টুর্নামেন্টে তৃতীয় স্থানে শেষ করে স্পেন।

২০১০: দ্বিতীয়বারের মতো হকি বিশ্বকাপের আসর বসে ভারতে। দিল্লিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে শিরোপা জেতে অস্ট্রেলিয়া। ফাইনালে জার্মানিকে হারায় তারা। ১৬ দলের প্রতিযোগীতায় তৃতীয় স্থানে শেষ করে নেদারল্যান্ডস।

২০১৪: আয়োজক নেদারল্যান্ডসকে হারিয়ে শিরোপা ধরে রাখে অস্ট্রেলিয়া। ১৩ তম সংস্করণে অংশ নিয়েছিল মোট ১২ টি দেশ। তৃতীয় স্থানে শেষ করে আর্জেন্টিনা।

২০১৮: ভারতের ভুবনেশ্বরে বসে ১৪ তম সংস্করণের আসর। টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ হাসি হাসে বেলজিয়াম। তৃতীয় স্থানাধিকারী ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ১৬ টি দল।

Hockey Men's World Cup: দেখে নিন আগের ১৪টি সংস্করণের চ্যাম্পিয়নস ও রানার্স আপের তালিকা
Hockey Men's World Cup: ভারত হকি বিশ্বকাপ জিতলে প্রত্যেক প্লেয়ার পাবেন ১ কোটি টাকা - নবীন পট্টনায়ক

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in